জাবিতে যুক্ত হলো আরো চারটি ইলেকট্রিক কার্ট
Published: 22nd, April 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৪ সিটের আরো চারটি লিথিয়াম ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ইলেকট্রিক কার্টের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
মা এন্টারপ্রাইজ নামক একটি টেকনোলজি কোম্পানি এ কার্টের প্রযোজনা করেছে। তাছাড়া কার্টের মনিটরিং, নিরাপত্তা, দূর্ঘটনা রোধসহ সার্বিক দায়িত্বও পালন করবে কোম্পানিটি।
আরো পড়ুন:
গাছ কেটে ভবন নির্মাণের ব্যাখ্যা দিল জাবি প্রশাসন
গাছ কেটে অপরিকল্পিত উন্নয়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “গত বছর ব্যাটারি রিকশায় একজন শিক্ষার্থী নিহত হয়। সে সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় অটোরিকশা বন্ধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে আমাদের এ উদ্যোগ।”
তিনি বলেন, “এগুলো পরীক্ষামূলকভাবে চলবে। এ গাড়িগুলো লিথিয়াম ব্যাটারিতে চালিত, তাই এটি পরিবেশ বান্ধব। পরীক্ষামূলকভাবে চলার পর সবার মতামত ও পরামর্শ নিয়ে ভাড়া যেটা নায্য, সেটা নির্ধারণ করা হবে।”
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “ক্যাম্পাসের শিক্ষার্থীদের সুবিধার জন্য এ কাজে আমাকে দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর নিরলসভাবে সহযোগিতা করে গেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেইসঙ্গে আর কোনো শিক্ষার্থী যেন মর্মান্তিক দূর্ঘটনার শিকার না হন, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী কম ভাড়া নির্ধারণ করা হবে।”
তিনি বলেন, “গত বছর অটোরিকশার দুর্ঘটনার পর কিছু অংশীজন পুনরায় অটোরিকশা চালুর দাবি করেছিলেন। কিন্তু আমরা সেটা না করে সামান্য অপেক্ষা করে এ সেবা চালু করছি। আশা করি শিক্ষার্থীদের কল্যাণে আসবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, পরিবহন অফিসের দায়িত্বরত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন, বিজ্ঞান কারখানার প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক