১০৫ মিনিট পর স্থগিত ফাইনাল, ১৫ মিনিটের খেলা কবে
Published: 22nd, April 2025 GMT
দেশের ঘরোয়া ফুটবলে দর্শক খরা নতুন ঘটনা নয়। ময়মনসিংহ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচে গ্যালারির দৃশ্য খানিকটা ভিন্ন ছিল। এর মধ্যে বৃষ্টি নামতেই কিছু তরুণ দর্শক নেমে বৃষ্টি বিলাস শুরু করেন।
ঝড়-বৃষ্টির পর ফাইনালের বাকি খেলা শুরু হলেও ম্যাচের ফল হয়নি ১০৫ মিনিটে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় ১৫ মিনিট। আলো স্বল্পতায় বাকি ১৫ মিনিট খেলানো সম্ভব হয়নি। ম্যাচ তাই স্থগিত করে দেওয়া হয়।
বাকি ১৫ মিনিটের খেলা কবে হবে বাফুফে বা লিগ কমিটি এখনো জানায়নি। তবে এটুকু জানা গেছে, লিগ কমিটি ফেডারেশন কাপের বাকি ১৫ মিনিটের খেলা কবে, কখন, কোথায় খেলাবে সে বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। এছাড়া খেলা স্থগিতের বিষয়টিও টুর্নামেন্টের নিয়মে উল্লেখ আছে বলেও জানা গেছে।
সময় মতো ম্যাচ শুরু হলেও দ্বিতীয়ার্ধে ঝড়-বৃষ্টির কারণে ময়মনসিংহে প্রায় এক ঘণ্টা পর বাকি খেলা শুরু হয়। তার আগে ম্যাচের ৬ মিনিটে ম্যাচে লিড নেয় বসুন্ধরা কিংস। খানিক বাদেই সমতায় ফেরে আবাহনী। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১২ মিনিটে গুরুতর ফাউল করে লালকার্ড দেখেন বসুন্ধরা কিংসের ফয়সাল হোসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ১৫ ম ন ট
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।