কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

এতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নায়েক মো.

শাহজালালের নেতৃত্বে বিজিবির একটি টিম দৌলতপুর সীমান্তের খারিজাথাক মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে চোরাকারবারি রিপন মন্ডলকে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করে। তার সঙ্গী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো. নুর আলম সরকার  কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরো পড়ুন:

সুনামগঞ্জে ভারতীয় কসমেটিক্স ও বিস্কুট জব্দ

মাধবপুরের ২ কৃষককে ভারতে নির্যাতন, ফেরত এনেছে বিজিবি

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা। চোরাকারবারিকে দৌলতপুর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।  

ঢাকা/কাঞ্চন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ লতপ র

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ