পুতিনের যে সাত সত্যি জানেন না ট্রাম্প
Published: 23rd, April 2025 GMT
আপনি ভেবে বসে থাকতে পারেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে ব্যাকুল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার প্রায় সাত লাখ সেনা হতাহত হয়েছে। প্রতিদিন এক হাজারের বেশি সেনা হারাচ্ছে রাশিয়া। এর বিনিময়ে যৎসামান্য ভূখণ্ড নিজেদের দখলে নিতে পেরেছে দেশটি। রাশিয়ার অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।
ব্যাপারটা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটা চুক্তি করতে চাইছেন যেন পুতিনের পক্ষে গ্রহণ করা সহজ হয়। ‘শান্তির’ জন্য হন্যে হয়ে ছুটতে গিয়ে ট্রাম্প ক্রেমলিনের মিথ্যা প্রোপাগান্ডার কাছে নতিস্বীকার করছেন এবং আগাম ছাড় দিয়ে পুতিনকে আলোচনার টেবিলে আনার পথ প্রশস্ত করে দিচ্ছেন।
এই যুদ্ধ নিয়ে রাশিয়ার নির্লজ্জ মিথ্যা বয়ান ও শর্তগুলোর বেশির ভাগই মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যেমন রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে তার কারণ হলো ইউক্রেন ন্যাটোয় যুক্ত হতে চেয়েছিল। ইউক্রেনের যে ভূখণ্ড রাশিয়া দখলে নিয়েছে, সেটা রাশিয়াকে দিয়ে দেওয়া।
আরও পড়ুনট্রাম্পের যে বিশ্বাসঘাতকতায় পুতিন এখন আরও সাহসী১৮ ফেব্রুয়ারি ২০২৫কিন্তু উপহারগুলো পকেটে পুরে যুদ্ধবিরতি গ্রহণ করার বদলে পুতিন ভিন্ন কিছু ভাবছেন। ১১ এপ্রিল ট্রাম্পের দূত স্টিফেন উইটকফের সঙ্গে পুতিনের তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু আগের দুই দফার চেয়ে এবারের অগ্রগতি সামান্য। এর দুই দিন পর গির্জায় প্রার্থনার জন্য সমবেত হওয়া ব্যক্তিদের ওপর মারাত্মক আক্রমণ চালায় রাশিয়া, যেখানে কয়েক ডজন নিহত হন। ট্রাম্পের ‘শান্তি’ প্রস্তাবে রাশিয়া যে রাজি নয়, এ ঘটনা তারই প্রদর্শন।
সর্বশেষ ব্যর্থ আলোচনার পর উইটকফ যে বার্তা পোস্ট করেন, সেখানে তাঁর হতাশা ফুটে উঠেছে। ‘রাশিয়াকে তো সামনে এগোতে হবে। অনেক বেশি মানুষ মারা যাচ্ছে, সপ্তাহে হাজার হাজার, একটা ভয়াবহ ও অর্থহীন যুদ্ধ।’
ট্রাম্প ও তাঁর প্রশাসন এখন পর্যন্ত যেটা এড়িয়ে যাচ্ছেন, সেটা হলো ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় পুতিনের সত্যিকারের কোনো আগ্রহ নেই। ট্রাম্প প্রশাসন এই সরল সত্যকে দেখতে অক্ষম তিনটি অন্ধবিশ্বাসের কারণে। রাশিয়া সম্পর্কে অজ্ঞতা, নিজেদের ব্যক্তিগত মতামত সম্পর্কে সীমাহীন আস্থা, কর্তৃত্ববাদী শাসন চালানোর যে মতাদর্শ ও রাজনৈতিক প্রেরণা, সেটা বোঝার অক্ষমতা। এই তিন জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি সব প্রেসিডেন্টকে পার করে ফেলেছেন।
পুতিনকে নিয়ে দ্বিধার বড় কারণ হচ্ছে তার কাছে শান্তি অগ্রাধিকারের বিষয় নয়। বিজয়ই তাঁর অগ্রাধিকার। যুদ্ধ নিয়ে যেসব অস্থিরতা,কেবল একটা বিজয়ই তার অবসান ঘটাতে পারে। কেননা একটি বিজয়ই পারে সশস্ত্র দমনের পথে না গিয়ে যুদ্ধ–পরবর্তী সামাজিক অসন্তোষগুলো প্রশমন করতে। এ কারণেই পুতিন কেবল তখনই আলোচনার টেবিলে যাবেন, যখন তিনি দেখবেন যে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ভালো অবস্থানে রয়েছে। সুতরাং, প্রলোভন কিংবা আলংকারিক শব্দে ভরা হুমকি পুতিনের আশার পারদকে নামাবে না।পুতিন কেন শান্তিচুক্তি এখনই চান, তার সাত কারণ এখানে দেওয়া হলো।
এক.
পুতিনের একনায়কতন্ত্রের জন্য এই যুদ্ধ যৌক্তিকতা দিচ্ছে
একনায়কতন্ত্রের জন্য যুদ্ধের চেয়ে ভালো আন্তর্জাতিক প্রেক্ষাপট আর নেই।
সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ ঠেকানোর একজন স্থপতি হলেন জর্জ কেনান। একবার তিনি বলেছিলেন, সোভিয়েত নেতারা বাইরের বিশ্বের সঙ্গে বৈরী আচরণ করেন তার কারণ হলো, তাঁদের একনায়কতান্ত্রিক শাসনের পক্ষে এটা একটা অজুহাত। আর স্বৈরশাসন ছাড়া তাঁরা জানেন না কীভাবে শাসন করতে হয়।’
আরও পড়ুনপুতিন এবার ট্রাম্পকে লেনিন পদক দেবেন!১০ মার্চ ২০২৫প্রেসিডেন্ট হিসেবে পুতিনের তৃতীয় দফা মেয়াদে (২০১২-২০১৮) রাশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি যখন শ্লথ হয়ে পড়েছিল, তখন তিনি তাঁর শাসনের ভিত্তি সামরিক-দেশপ্রেমে রূপান্তরিত করেন। ২০১৪ সালে ক্রিমিয়ায় আগ্রাসনের সময় প্রথম এই বিষয়টি প্রথম ধরা পড়ে। এরপর ২০২২ সালে ইউক্রেন আগ্রাসন চালায় রাশিয়া।
পুতিনের জন্য এখনো যেটা দরকার, সেটা হলো শত্রুরা রাশিয়া ঘিরে ফেলছে—এ ধারণাকে ফেরি করা। তা না হলে তার সামরিক-দেশপ্রেমের কোনো ভিত্তি থাকে না। তার শাসন যে ক্রমবর্ধমান নিপীড়নের ওপর টিকে আছে, তারও কোনো ভিত্তি থাকে না।
দুই. পুতিন সামরিকবাদের ফাঁদ পছন্দ করেন
পুতিন ব্যক্তিগতভাবে স্তালিনের মতো সুপ্রিম কমান্ডার ইন চিফ উপাধি ধারণ করতে আনন্দিত বোধ করেন। সেনাদের সঙ্গে কুচকাওয়াজ করতে ও তাদেরকে মেডেল পরিয়ে দিতে আনন্দিত হন। যুদ্ধ শেষ হলে মাতৃভূমির রক্ষক হিসেবে এই প্রতীকী বেশভূষা থেকে তিনি বঞ্চিত হবেন।
তিন. রাশিয়ার অর্থনীতি যুদ্ধের ওপর নির্ভরশীল
২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার অর্থনীতি যুদ্ধের সমর্থনে পুনর্গঠিত হয়েছে। শান্তিকালীন অর্থনীতিতে রূপান্তর হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ভোক্তারা এরই মধ্যে ভুগছেন। রুটি, মুরগি, আলুসহ প্রধান সব ভোগ্যপণ্যের দাম বছর বছর বেড়েই চলেছে। এ বছর রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে ২১ শতাংশ করেছে। দ্রুত পুনরুদ্ধার হবে তার আশা সামান্যই।
চার. যুদ্ধকালীন বোনাস ও অন্যান্য সুবিধা বন্ধ হলে সামাজিক অস্থিরতা দেখা দেবে
সমাজ যখন কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠে, হঠাৎ করেই সেটা সরিয়ে নেওয়া যেকোনো সরকারের জন্যই কঠিন। বোনাস, সেনাদের বেতন, নিহত সেনাদের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা হঠাৎ করে বন্ধ করে দিলে বড় ধরনের সামাজিক অসন্তোষ তৈরি হতে পারে। কেননা এই আর্থিক সুবিধাগুলো রাশিয়ার গড় জাতীয় আয়ের চেয়ে বেশি। আবার এই অর্থ কিছু অঞ্চলে দায়িত্ব হঠাতে ভূমিকা রেখেছে।
পাঁচ. যেকোনো পরিবর্তন কর্তৃত্ববাদী শাসনকে অস্থিতিশীল করবে
নীতির ক্ষেত্রে যেকোনো বড় পরিবর্তন, সেটা ভালো কোনো উদ্দেশ্যে হলেও রাজনৈতিক নেতাদের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলে। বিশেষ করে কর্তৃত্ববাদী শাসনের ক্ষেত্রে এটা সত্যি।
ছয়. পুতিন একজন সুবিধাবাদী ও ঝুঁকি নিতে পারঙ্গম ব্যক্তি
পুতিনকে যত ছাড় দেওয়া যাবে, ততই তিনি নির্লজ্জের মতো নতুন নতুন দাবি নিয়ে আসবেন। ট্রাম্প প্রশাসন যত বেশি প্রণোদনা দিতে চাইবে,পুতিন আরও বেশি চাইতে থাকবেন। এটাই পুতিনের চুক্তির শিল্প।
সাত. পুতিনের বিজয় দরকার, শান্তি নয়
পুতিনকে নিয়ে দ্বিধার বড় কারণ হচ্ছে তার কাছে শান্তি অগ্রাধিকারের বিষয় নয়। বিজয়ই তাঁর অগ্রাধিকার। যুদ্ধ নিয়ে যেসব অস্থিরতা,কেবল একটা বিজয়ই তার অবসান ঘটাতে পারে। কেননা একটি বিজয়ই পারে সশস্ত্র দমনের পথে না গিয়ে যুদ্ধ–পরবর্তী সামাজিক অসন্তোষগুলো প্রশমন করতে। এ কারণেই পুতিন কেবল তখনই আলোচনার টেবিলে যাবেন, যখন তিনি দেখবেন যে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ভালো অবস্থানে রয়েছে। সুতরাং, প্রলোভন কিংবা আলংকারিক শব্দে ভরা হুমকি পুতিনের আশার পারদকে নামাবে না।
লিওন অ্যারন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো
পলিটিকো ম্যাগাজিন থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।