বই কেবল জ্ঞানের জগৎ প্রসারিত করে না, মানুষের অনুভূতিগুলোকেও জাগ্রত করে। ভালো লেখক বা সম্পাদক হওয়ার পূর্বশর্ত ভালো পাঠক হতে পারা। তবে সৃষ্টিকর্মের ক্ষেত্রে সচেতন হতে হবে যেন মেধাস্বত্ব লঙ্ঘিত না হয়। আজ বুধবার বিশ্ব বই ও মেধাস্বত্ব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বক্তারা বলেন, বইয়ের সূত্র ধরে পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায়। আবার মানুষ পূর্বের জ্ঞানের মাধ্যমে প্রভাবিত হয়, পৃথিবীর বড় বড় লেখকের ক্ষেত্রেও এটি ঘটেছে। তবে সৃষ্টিকর্মের ক্ষেত্রে মেধাস্বত্বের বিষয়ে সচেতন থাকতে হবে।
বিভাগের চেয়ারম্যান শিল্পী বেগম, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক সুধাংশু শেখর রায়, বিভাগের খণ্ডকালীন শিক্ষক বিমল গুহ, মোহসিনা ইসলাম, সনজীব কান্তি দাস প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক শেখ জিনাত শারমিন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন