সোনারগাঁয়ে গ্রেপ্তারকৃত যুবলীগ সেক্রেটারী বিএনপি সভাপতির হস্তক্ষেপে মুক্ত!
Published: 23rd, April 2025 GMT
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকারকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সী ও তার ছেলে যুবদল নেতা করিম রহমানের বিরুদ্ধে।
এদিকে যুবলীগ সাধারন সম্পাদক শরিফ সরকারকে ছাড়িয়ে নিতে বিএনপির সভাপতি ও তার ছেলের সুপারিশের ঘটনাটি সর্বত্র “টপ অব দ্যা টকে” পরিণত হয়েছে।
জানাগেছে, সোমবার গভীর রাতে শরিফ সরকারকে সোনারগাঁও থানার উপ পরিদর্শন সারোয়ার হোসেন আটক করলে ২ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সী ও তার ছেলে যুবদল নেতা করিম রহমান ছাড়িয়ে নেন।
যুবলীগ নেতাকে পুলিশের হাত থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়িয়ে নেয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। বিএনপির নেতাকর্মীদের মাঝেও শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই আব্দুর রহমান মুন্সি ও তার ছেলে করিম রহমানকে আওয়ামী লীগকে পুন:প্রতিষ্ঠার কারিগর বলে আখ্যায়িত করেন।
বিএনপি নেতাদের দাবী নানা অপকর্মে অভিযুক্ত বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সী ও তার ছেলেরা অধিপত্য ধরে রাখতে আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে।
আর সে কারনেই বারদী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শরিফ সরকারকে ডেভিল হান্ট অপারেশনে পুলিশ গ্রেপ্তার করার পর মোটা অংকের টাকা নিয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়।
একই রাতে চেঙ্গাকান্দি গ্রাম থেকে মোবারক হোসেন নামে এক আওয়ামী লীগের কর্মীকেও গ্রেফতার করে এস আই সারোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। পরে শরিফ সরকারকে ছেড়ে দিলেও মোবারক হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিবের ঘনিষ্টজন করিম রহমান জানান, কারো বিরুদ্ধে মামলা না থাকলে তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়া কোন অপরাধ নয়। শরিফ সরকারের নামে মামলা না থাকায় তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেছি।
এ বিষয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সী জানান শরিফ সরকারের নামে কোন মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জানান, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী ও তার ছেলে শরিফ সরকারকে বিএনপির কর্মী বলে দাবি করায় ছেড়ে দেয়া হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বল গ য বল গ ব এনপ ন র য়ণগঞ জ আবদ র রহম ন ম ন স দ র রহম ন ম ন স কর ম রহম ন স ন রগ য বল গ
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি