ফেনীর ফুলগাজীর এক মাদক কারবারিকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ‘দৈনিক ফেনী’ ও ‘ঢাকা পোস্ট’-এর সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) ফুলগাজী আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে মামলাটি করেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিম উল্ল্যাহ।

আরো পড়ুন: ‘ঢাকা-চিটাগংয়ের সাংবাদিকদেরই গুনি না, আপনি তো ফেনীর!’

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক রুবেল গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মামলার প্রধান আসামি করা হয়েছে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরীকে। মামলায় দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর নামও উল্লেখ করা হয়েছে, যদিও এজাহারে ভুলবশত ‘আরিফুর রহমান’ লেখা হয়েছে। আরো আসামি করা হয়েছে সাংবাদিক মামুনুর রহমান, জামশেদ আলম অনিক এবং ওমর ফারুককে।

এজাহারে রহিম উল্ল্যাহ দাবি করেন, সাংবাদিকরা তার দোকানে গিয়ে চাঁদা দাবি করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন। তিনি নিজেকে বিএনপি কর্মী ও নির্বাচিত ইউপি সদস্য বলেও উল্লেখ করেন।

অভিযুক্ত সাংবাদিক ও সম্পাদক এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরী বলেন, “এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রহিম উল্ল্যাহর বক্তব্য নেওয়া হয় ফোনে। তিনি নিজেই স্বীকার করেন এসব কার্যক্রম তার পেশা। কথোপকথনের সম্পূর্ণ রেকর্ড সংরক্ষিত আছে, কোথাও চাঁদা দাবির বিষয় নেই।”

দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, “আমাদের কোনো প্রতিবেদক রহিম উল্ল্যাহর দোকানে যায়নি। তার স্বীকারোক্তিমূলক বক্তব্যসহ অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আদালতের মামলা গ্রহণ দুঃখজনক হলেও দৈনিক ফেনী সত্য প্রকাশে অটল থাকবে।”

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দৈনিক ফেনীতে ‘সীমান্তে চোরাচালানে সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন ব্যবসা করি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে রহিম উল্ল্যাহসহ একাধিক ব্যক্তির সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও মানবপাচার সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে।

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ