এই মৌসুমে এসি মিলান তেমন কিছুই অর্জন করতে পারেনি, নেই ছন্দে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে খেললেই যেন তারা অন্য রূপ ধারণ করে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতের আগে ঘরের প্রতিপক্ষ ইন্টারের বিপক্ষে কোপা ইতালিয়ানের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে জয় লাভ করে সার্জি কনসেইসাওয়ের মিলান।  
বুধবার রাতে সান সিরোতে লুকা ইয়োভিচের জোড়া গোলে ইন্টারের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে মিলান ৪-১ অ্যাগ্রিগেটে ফাইনালে ওঠে। কোপা ইতিলিয়ানের ফাইনালে পৌঁছে গিয়েছে মিলান। তাতে সিমিওন ইনজাগির দলের ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে যায়। এই মৌসুমে ইন্টারের বিপক্ষে তিন মোকাবেলাতেই শতভাগ জয় মিলানের। জানুয়ারিতে ইতালিয়ান সুপার কাপ ফাইনালেও তারা হারিয়েছিল নীল-কালোদের।
মিলান যদি আরেকটি শিরোপা জয় করতে পারে, তবে কোচ কনসেইসাওয়ের চাকরি রক্ষার একটা সম্ভাবনা থাকবে। যদিও সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা এখন সিরি আ’তে নবম অবস্থানে রয়েছে। আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা কম তাদের।
আরো পড়ুন:
ইন্টারের সঙ্গে চুক্তি বাড়ালেন লাউতারো
ডার্বি জিতে পাঁচ ম্যাচ আগেই ইন্টার মিলান চ্যাম্পিয়ন
ইন্টার ম্যাচের শুরুতে প্রভাব বিস্তার করছিল। প্রথমার্ধের মাঝামাঝি ফেদেরিকো ডিমারকোর একটি দুর্দান্ত শট বার কাঁপিয়ে দিলেও জালের ঠিকানা পায়নি। দশ মিনিট পর ইন্টার অধিনায়ক লউতারো মার্তিনেজ বক্সে একটি বল পেয়ে পান, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের ৩৬ মিনিটের সময় মিলান প্রথম সুযোগেই গোল করে বসে, আলেক্স হিমেনেজের ক্রসে ইয়োভিচ দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন। বিরতির পর খেলা শুরু হলে চতুর্থ মিনিটে কর্নার থেকে বল পেয়ে আবার গোল করেন সার্বিয়ান এই ফরোয়ার্ড। শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে ইন্টারের কফাইন শেষ পেরেক ঠুকে দেন তিজিয়ান রেইয়েন্ডার্স। মিলান ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায়।
মিলানের হয়ে শেষ গোলটি করা ডাচ মিডফিল্ডার রেইয়েন্ডার্স বলেন, “আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। আমরা লিগে সমস্যায় আছি, কিন্তু জানি এই পথেই (জয়) সবচেয়ে দ্রুত ইউরোপে (প্রতিযোগিতার জন্য শীর্ষ ৬ এ থেকে) যাওয়া সম্ভব। আর যদি আজকের মতো খেলি, তবে আমরা এই শিরোপা জিততে পারি।”
ম্যাচে দুই গোল করা ইয়োভিচ বলেন, “এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। আমরা সিরি আ’তে খুব একটা ভালো করছি না। আজ আমাদের মান এবং মানসিকতা দেখাতে হতো। আমরা সেটা দেখিয়েছি এবং এখন আমরা রোমে যাচ্ছি।” ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ মে, রোমে।
এটি ছিল ইন্টারের টানা দ্বিতীয় পরাজয়। রোববার সিরি আ’তে বোলোনিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। ইন্টার এপ্রিলের ৩০ তারিখ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন ট র ম ল ন ইন ট র র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
সাগরে আবার লঘুচাপ, ২ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ঘূর্ণিঝড় মোন্থা বিদায় নিতেই বঙ্গোপসাগরে আবার লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে দেশের দুই বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টিরও সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে লঘুচাপটি আছে। এ লঘুচাপ বাংলাদেশ–মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে। পরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আর এর প্রভাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।
লঘুচাপটির গতিপথই বলে দিচ্ছে, এটি চট্টগ্রাম উপকূলের দিকে আসছে। আর এ কারণে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।
এবারের লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, রাজধানীতে আগামীকাল বুধবার বা এর পরদিন সামান্য বৃষ্টি হতে পারে।
এর আগে গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে। এর প্রভাবে বাংলাদেশের, বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া, সিরাজগঞ্জের তাড়াশ, রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত পরিমাণ ছিল অনেক বেশি। এতে ফসলের ক্ষতিও হয়। রাজধানীতে মোন্থার প্রভাবে ভারী বৃষ্টি হয়। গত শনিবার রাজধানীতে ৯ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়।