ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হওয়ার দুই দিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কড়া বার্তা দিয়ে বলেছেন, “ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং অকল্পনীয় শাস্তি দেবে।”

আজ বৃহস্পতিবার বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুশিঁয়ারি উচ্চারণ করেন। খবর এনডিটিভির। 

মোদি বলেন, “স্পষ্ট শব্দে বলে দিতে চাই, যে এই হামলা চালিয়েছে, ওই জঙ্গিদের ও ষড়যন্ত্রকারীদের এমন সাজা দেওয়া হবে, যা ধারণার বাইরে। সাজা হবেই।” 

আরো পড়ুন:

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

এদিন মধুবনীতে সভা শুরুর আগে পহেলগাঁওতে নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী।

এরপর মোদি বলেন, “কোটি কোটি দেশবাসী আজ শোকাহত। পহেলগাঁওতে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবারের পাশে গোটা দেশ। সরকার আহতদের জন্য সবরকম ব্যবস্থা করছে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলা বলত, কেউ কান্নাড়া, কেউ মারাঠা। কার্গিল থেকে কন্যাকুমারী সকলে ক্ষোভে ফুঁসছে। এই আক্রমণ কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার সাহস করেছে।” 

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, “সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। যারা মানবতায় বিশ্বাস করেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে সমর্থন করেছেন।”

এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকের পরে নয়াদিল্লি জানায়, পাকিস্তানের সঙ্গে অবিলম্বে স্থগিত করা হচ্ছে সিন্ধু পানিচুক্তি। যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদে লাগাম টানবে, ততদিন সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকবে বলে ভারত সরকারে তরফে স্পষ্টভাবে জানানো হয়।

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি ওয়াঘার আটারি সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে পাকিস্তানিদের জন্য সব সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে ইস্যু করা সার্ক ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা-সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই পর্যটক। ওই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন টিআরএফ।

এদিকে, কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান মঙ্গলবারই স্পষ্ট করে পাকিস্তান। কিন্তু তারপরও ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনসিসি) সভা ডেকেছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদক ষ প সরক র

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ