বসুন্ধরায় ভবনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
Published: 24th, April 2025 GMT
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচ থেকে গতকাল বুধবার রাতে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিয়াম আযম (২০)। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসনে (বিবিএ) প্রথম বর্ষে পড়তেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সৌমিক ইসলাম প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ৬ তলা একটি ভবনের চিলেকোঠায় সিয়াম থাকতেন। সেই ভবনের দুই তলায় তাঁর আরও কয়েকজন বন্ধুও থাকেন। গতকাল রাত ৯টার দিকে এক বন্ধু বাসার নিচ দিয়ে যাওয়ার সময় সিয়ামকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এটি দেখে তিনি অন্য বন্ধুদের ও বাসার বাড়িওয়ালাকে জানান। বাড়ির মালিক ৯৯৯–এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে মরদেহের সুরতহাল করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সৌমিক ইসলাম আরও জানান, তদন্ত শেষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। এ ব্যাপারে ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে সিয়ামের আত্মীয় আবদুর রাকিব প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জেনেছি, সিয়াম যে বাড়িতে থাকতেন বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।
সিয়ামের বাড়ি দিনাজপুরের সদর উপজেলার উপশহর শেখপুরায়। তাঁর বাবা আবদুল মান্নাফ। দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছোট ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন