রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচ থেকে গতকাল বুধবার রাতে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিয়াম আযম (২০)। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটি  অব বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসনে (বিবিএ) প্রথম বর্ষে পড়তেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সৌমিক ইসলাম প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ৬ তলা একটি ভবনের চিলেকোঠায় সিয়াম থাকতেন। সেই ভবনের দুই তলায় তাঁর আরও কয়েকজন বন্ধুও থাকেন। গতকাল রাত ৯টার দিকে এক বন্ধু বাসার নিচ দিয়ে যাওয়ার সময় সিয়ামকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এটি দেখে তিনি অন্য বন্ধুদের ও বাসার বাড়িওয়ালাকে জানান। বাড়ির মালিক ৯৯৯–এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে মরদেহের সুরতহাল করে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সৌমিক ইসলাম আরও জানান, তদন্ত শেষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। এ ব্যাপারে ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে সিয়ামের আত্মীয় আবদুর রাকিব প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জেনেছি, সিয়াম যে বাড়িতে থাকতেন বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।

সিয়ামের বাড়ি দিনাজপুরের সদর উপজেলার উপশহর শেখপুরায়। তাঁর বাবা আবদুল মান্নাফ। দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছোট ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভবন র মরদ হ

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ