করাতকলে (স মিল) সামান্য বেতনের চাকরি করে ছেলেকে প্রকৌশলী বানিয়েছেন। চাকরিও পেয়েছিলেন প্রকৌশলী ছেলে। বাবা জহুর আহমেদ (৬৫) স্বপ্ন দেখছিলেন সচ্ছলতার। কিন্তু ছেলেকে ঘিরে তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেছে। সুখ–স্বাচ্ছন্দ্যের সব আশা গুঁড়িয়ে দিয়ে এল আদরের ছেলে মো. সোলাইমানের লাশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার প্রকৌশলী মো.

সোলাইমান (৩৩) গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে একটি লরির চাপায় নিহত হন। ঘটনাস্থলেই নিহত এই প্রকৌশলীর লাশ ময়নাতদন্তের জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর লাশ আনা হয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় নিহতের বাড়িতে। আর নিহত ছেলের অপেক্ষায় বাড়ির সামনে একটি খুঁটিতে ভর দিয়ে সারা রাত অপেক্ষায় ছিলেন বাবা জহুর আহমেদ। বাড়ির লোকজন-আত্মীয়স্বজন বুঝিয়েও তাঁকে ঘরে নিয়ে যেতে পারেননি।

আজ সকাল সাড়ে আটটার দিকে ভাটিয়ারীর উত্তর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির সামনে দোকানের একটি খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন জহুর আহমেদ। সোলাইমানের লাশ তখনো আসেনি। জানালেন, ছেলেকে দেখে ঘরে ফিরবেন তিনি। বিষণ্ন মুখ, শূন্য দৃষ্টি। রাস্তার দিকে তাকিয়ে বললেন, ‘ছেলে আসবে। তাই দাঁড়িয়ে আছি।’ খবরটা শোনার পর থেকে সারা রাত সেখানেই ছিলেন জহুর আহমেদ।

পুলিশ জানিয়েছে, একই মালিকানাধীন কেএসআরএম ও রয়েল সিমেন্ট পাশাপাশি দুটি কারখানা। প্রকৌশলী সোলাইমান চাকরি করতেন রয়েল সিমেন্ট কারখানায়। কিন্তু কারখানাটির পাওয়ার প্ল্যান্ট ছিল কেএসআরএম কারখানার ভেতরে। ওই পাওয়ার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামত করতে যান সোলাইমান। কাজ শেষে তিনি কেএসআরএম কারখানার থেকে বের হয়ে নিজের কারখানায় ফিরে আসছিলেন। এ সময় রডবোঝাই একটি লরি পেছনের দিকে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়।

নিহত প্রকৌশলী সোলাইমান

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ