পাবনার ঈশ্বরদীতে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রীর চরে ঘটনাটি ঘটে। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। পিল্লু ও ছুবাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আরো পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে তিন কলেজ

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার ডিগ্রীর চর এতদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগের কর্মীরা। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক। গত পহেলা বৈশাখ ডিগ্রীর চর সরকার থেকে লিজ নেন আকাত আলী শেখ। এরপর থেকেই পলাতক আওয়ামী লীগ সমর্থকরা মাঝে মধ্যেই নানাভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন। 

আজ শুক্রবার সকালে আত্মীয় স্বজন ও  এলাকাবাসী নিয়ে ডিগ্রীর চর নিজেদের দখলে নিতে যান আকাত আলী শেখ। এ সময় কলা বাগানের ভেতর থেকে আওয়ামী লীগ সমর্থক মকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হামলা চালান। তারা গুলিবর্ষণ করেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত

এছাড়াও পড়ুন:

উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ি থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি পক্রিয়া শেষে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

সিলেটে নিজ বাসার ছাদে আ.লীগ নেতার লাশ 

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে সংবাদ পেয়ে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল-২ নম্বর লেনের ওই বাড়িতে যায় পুলিশ। এ সময় তৃতীয় তলায় বাসাটির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। দরজা খুলে অর্ধগলিত দুটি মরদেহ দেখতে পাওয়া যায়।

তিনি জানান, তারা দুজন সম্পর্কে কি হয় তা বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে তারা স্বামী-স্ত্রী নয়। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত নিবন্ধ