জাপানকে ছাড়িয়ে গেছে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি
Published: 25th, April 2025 GMT
জাপানকে ছাড়িয়ে গেছে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউএস ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের পরিসংখ্যান তুলে ধরে এ তথ্য জানান অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। খবর বিবিসির
তথ্য অনুসারে, ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০২৪ সালে ৪ দশমিক ১০ ট্রিলিয়ন (লাখ কোটি) ডলার ছুঁয়েছে। যেখানে জাপানের জিডিপির আকার ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার। অঙ্গরাজ্যটি এখন কেবল সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির চেয়ে পিছিয়ে রয়েছে।
নিউসম বলেন, ‘ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। বরং আমরা গতিপথ ঠিক করছি।’ তবে এই উন্নয়নযাত্রা সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। নিউসম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করেছেন এবং আইনি লড়াইও শুরু করেছেন। তিনি ২০২৮ সালে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী।
যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন ও কৃষিতে ক্যালিফোর্নিয়ার বড় হিস্যা রয়েছে। পাশাপাশি দেশটির দুই বৃহত্তম সমুদ্রবন্দরও সেখানেই অবস্থিত। পাল্টা উচ্চ শুল্ক ৯০ দিন স্থগিত করলেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। মেক্সিকো ও কানাডার ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সঙ্গে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছেন এবং তার পাল্টায় মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। পরে হোয়াইট হাউস জানিয়েছিল, আগের শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে কিছু চীনা পণ্যে তা ২৪৫ শতাংশে পৌঁছাতে পারে।
শুল্কযুদ্ধের এ পরিস্থিতিতে নিজের অঙ্গরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন নিউসম। তিনি বলেন, আমরা যখন এই সাফল্য উদযাপন করছি, তখন বর্তমান ফেডারেল প্রশাসনের বেপরোয়া শুল্ক নীতির কারণে আমাদের অগ্রগতি হুমকির মুখে রয়েছে। ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাতিকে শক্তি যোগায় এবং এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত, থানায় অভিযোগ করায় নানাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় কয়েক বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তার স্বজন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানা আজগর আলীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত আল-আমিন নামে এক যুবক ও তার সহযোগীরা। গত মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজগর আলী রায়দক্ষিণ গ্রামে একটি চায়ের দোকান চালাতেন। অভিযুক্ত আল-আমিন একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার এবং স্থানীয় সূত্র জানায়, যে শিশুটিকে উত্ত্যক্ত করত বখাটেরা, তার মা পাঁচ বছর আগে মারা যান। মেয়েটি নানা আজগর আলীর বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ত। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে শিশুটিকে প্রায় উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করত আল-আমিন। এ নিয়ে আজগর আলীসহ মেয়েটির স্বজন বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। গত সোমবার মেয়েটির নানা আজগর আলী সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার অভিযোগটি তদন্ত করার পর তা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এ ঘটনায় ক্ষিপ্ত হয় আল-আমিন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-আমিন চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে আজগর আলীর চায়ের দোকানে যায়। তারা বৃদ্ধ আজগর আলীকে দোকান থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাটিসোঠা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা চলে গেলে স্বজন ও প্রতিবেশীরা আজগর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজগর আলীকে মৃত ঘোষণা করেন।
আজগর আলীর শ্যালক নজরুল ইসলাম জানান, মাদক সেবন, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বখাটে আল-আমিন।
সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, নিহতের বড় ছেলে আইয়ুব খান বুধবার আল-আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আল-আমিন ও তার সহযোগীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।