পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ এলাকায় স্বস্তি
Published: 25th, April 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরে প্রমত্তা পদ্মা নদীর ভাঙন রোধে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা থেকে ভুরকাপাড়া পর্যন্ত বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে ওই ইউনিয়নের চার কিলোমিটার এলাকায় বসতভিটা ও আবাদি জমিসহ অনেক স্থাপনা নদীভাঙন থেকে রক্ষা পাবে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে শুক্রবার থেকে এই ডাম্পিং কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান।
জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওই এলাকায় ভাঙন রোধে দুটি প্রকল্পের মাধ্যমে ২০ কোটি টাকা ব্যয়ে উপজেলার হাটখোলাপাড়া থেকে ভুরকা পর্যন্ত জিওব্যাগ ডাম্পিং করার পরিকল্পনা হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের আওতায় ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি ২ লাখ ৩৫ হাজার জিওব্যাগ ফেলা হবে।
দৌলতপুরের ইউএনও আব্দুল হাই সিদ্দিকী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মরিচা ইউনিয়নের হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পাবে।
কুষ্টিয়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, বর্ষার আগেই এ কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//