প্রেমিক বজ্রসেনকে প্রাণে বাঁচাতে মরিয়া ছিলেন রাজসভার নর্তকী শ্যামা। চুরির অপবাদে আটক হন বজ্রসেন; প্রেমিকার কপালে চিন্তার ভাঁজ, চোখে–মুখে রাজ্যের ভয়। প্রেমিককে ছাড়াতে কী করেন শ্যামা?—তা নিয়েই আবর্তিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। এতে শ্যামা চরিত্রকে প্রাণ দিয়েছেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। চরিত্রটিতে নিজেকে ঢেলে দিয়েছেন তিনি। নৃত্যের ছন্দে প্রেম, আকুলতাকে জীবন্ত করে তুলেছেন এই তারকা।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ঘটিয়েছে ‘মায়া বেঙ্গল ইন মোশন: টাইমলেস টেগোর’। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মৌসহ নৃত্যশিল্পীরা আলো ছড়িয়েছেন। এটি যৌথভাবে আয়োজন করেছে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মায়া।
‘এসো শ্যামল সুন্দর’ গানে কত্থক নৃত্য পরিবেশন করেন আনিকা কবির শখ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক