ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে, বড় ধাক্কা রিয়ালের
Published: 26th, April 2025 GMT
কোপা দেল রে'র ফাইনালের আগে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার দিবাগত রাতে সেভিয়ার এস্তাদিও লা কার্তুখায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে এমবাপ্পেকে হয়তো বেঞ্চেই বসে থাকতে হবে।
স্প্যানিশ সাংবাদিক মিগুয়েল অ্যাঞ্জেল তোরিবিওর বরাতে জানা গেছে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে গাঁটের চোটে পড়া এমবাপ্পে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। ওই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে তিনি অ্যাথলেটিক বিলবাও এবং গেটাফের বিপক্ষে রিয়ালের লিগ ম্যাচগুলোও মিস করেছেন। ধারণা করা হচ্ছিল, বার্সার বিপক্ষে ফাইনালের আগেই তিনি ফিট হয়ে উঠবেন, তবে শেষ মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে, তা সম্ভব হচ্ছে না।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে জানিয়েছেন, এমবাপ্পে এখনও ফিট হতে পারেননি। আজকের এল ক্লাসিকো ফাইনালে এমবাপ্পেকে বেঞ্চেই থাকতে হচ্ছে।
চোট পাওয়ার আগে থেকেই এবারের মৌসুমে বার্সেলোনার বিপক্ষে বিশেষ কিছু করতে পারেননি এমবাপ্পে। মৌসুমের আগের দুই 'এল ক্লাসিকো'তে রিয়াল মাদ্রিদ ৯-২ ব্যবধানে পরাজিত হয়েছে। এমবাপ্পে কেবলমাত্র স্প্যানিশ সুপার কাপের ফাইনালে একটি গোল করেছিলেন, ম্যাচের পঞ্চম মিনিটে। কিন্তু শেষ পর্যন্ত ওই ম্যাচও রিয়াল হারায় ৫-২ গোলে।
এদিকে, ম্যাচের আগে রেফারিং নিয়েও বিতর্কে জড়িয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ফাইনালের জন্য রিকার্দো দে বুরহোস বেনগোয়েচিয়াকে রেফারি নিয়োগ করা হয়েছে। তবে মাদ্রিদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তিনি পক্ষপাতিত্ব করতে পারেন। এমনকি মাদ্রিদের অফিসিয়াল টিভি চ্যানেলে তাকে প্রকাশ্যে সমালোচনা করা হয়েছে।
রেফারি নিজে জানান, এই সমালোচনার কারণে তার ছেলে স্কুলে হয়রানির শিকার হয়েছে। রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। প্রতিবাদ হিসেবে ফাইনালের প্রাক-ম্যাচ কার্যক্রম বয়কট করে রিয়াল। ম্যাচ বয়কটের গুঞ্জন থাকলেও সেই পথে যায়নি লস ব্লাঙ্কোসরা। তবে আজ এমবাপ্পের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ফ ইন ল র এমব প প
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫