বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এক মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ে ৪টি পদ কো-অপ্ট রেখে ২১ সদস্যবিশিষ্ট টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড.

মাহবুবুর রহমান ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এফএম আবু সাইদ, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে এড.ইসমাইল বলেন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। শ্রমিকদের যেকোন আইনী সহায়তায় আমরা পাশে আছি।

 

কমিটির পরিচিতি

১.সভাপতি: মো জামান হোসেন (হৃদয়)

২.কার্যকরী সভাপতি : মনির হোসেন

৩.সহ সভাপতি : মো আলমগীর 

৪.সহ-সভাপতি : মো রমজান 

৫.সাধারণ সম্পাদক : মোঃ রাসেল 

৬.যুগ্ম সাধারন সম্পাদক : মোঃ জিসান

৭.সাংগঠনিক সম্পাদক : শফিকুল ইসলাম

৮. সহ-সাংগঠনিক সম্পাদক: (কো-অপ্ট)

৯. অর্থ সম্পাদক : (কো-অপ্ট)

১০.দপ্তর সম্পাদক : মোঃ সজিব হোসেন

১১.প্রচার সম্পাদক : স্বাধীন মোল্লা 

১২. আইন বিষয়ক সম্পাদক : নিরব হোসেন

১৩.শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : মোঃ হারুন

১৪.মহিলা বিষয়ক সম্পাদক : (কো-অপ্ট)

১৫.সমাজকল্যান সম্পাদক : (কো-অপ্ট)

১৬. কার্যকরী সদস্য : রাকিবুল ইসলাম 

১৭.কার্যকরী সদস্য : মোঃ সাগর মোল্লা

১৮.কার্যকরী সদস্য : মোঃ আরাফাদ চৌধুরী

১৯.কার্যকরী সদস্য : মোঃ রাকিব হোসেন

২০.কার্যকরী সদস্য : মোঃ জোনায়েদ

২১.কার্যকরী সদস্য : ইকবাল হোসেন

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ র ম ন টস স দ ধ রগঞ জ ক র যকর গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক

ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়েছে ভালোবাসা। ভালোবাসার টানে এক তরুণীকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনের এক যুবক। গত শুক্রবার রাতে চীন থেকে ঢাকায় পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক তরুণীর বাসায় আসেন তিনি। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁরা বিয়ে সম্পন্ন করবেন।

চীনের যুবকের নাম ওয়াং তাও (৩৬)। চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তারের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তাঁর। সুরমা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং ঢাকার লালবাগে থাকেন। আজ রোববার তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে তরুণীর পরিবার জানিয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান চীনের যুবক ওয়াং তাও। বিমানবন্দর থেকে চীনের যুবককে আতিথেয়তা দিয়ে নিজ বাড়ি নাসিরনগরের কুন্ডার কোনাপাড়ায় নিয়ে আসেন তরুণী সুরমাসহ তাঁর পরিবারের লোকজন।

স্থানীয় লোকজন, পুলিশ ও তরুণীর পরিবারের দাবি, দেড় থেকে দুই মাস আগে ডেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে ওয়াং তাওয়ের সঙ্গে সুরমার পরিচয় হয়। তাঁরা নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতে শুরু করেন। তাঁদের মধ্যে বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। বিষয়টি চীনের যুবক ও ব্রাহ্মণবাড়িয়ার তরুণী নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবারের সম্মতিতে তাঁরা একে অপরকে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন। পরে চীনের যুবক বাংলাদেশ ও চীনের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে দুপুরের পর থেকে চীনের যুবককে দেখার জন্য সুরমার বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।

সুরমা স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে চীনের যুবক ওয়াং তাওয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে গড়ায়। ট্রান্সলেটরের মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে চ্যাট করতেন। একপর্যায়ে তাঁরা পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান।

সুরমার মা নুরেনা বলেন, ‘আমার মেয়ের ভালোবাসা পেতে চীন থেকে যুবক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলে এসেছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। আগামীকাল (আজ) রোববার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবে চীনের যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে। আমরা এই বিয়েতে আনন্দিত। মেয়ের খুশিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

নাসিরনগর থানার কুন্ডা বিট উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে কুন্ডা গ্রামে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হলাম যে যুবক চীনের নাগরিক। ওই তরুণী ঢাকার লালবাগে থাকেন। ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপসের মাধ্যমে তাঁদের পরিচয়। একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। চীনের যুবক ইংরেজি বোঝেন না। তাই কথা বলা সম্ভব হয়নি। তাঁরা একে অপরের সঙ্গে ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলতেন। তরুণী ও তাঁর পরিবার জানিয়েছে, রোববার হলফনামার মাধ্যমে চীনের যুবক মুসলিম হবেন। তারপর তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।’ তরুণীর বরাত দিয়ে তিনি আরও জানান, চীনের যুবক এক থেকে দেড় মাস থাকবেন। যাওয়ার সময় হয় ওই তরুণীকে সঙ্গে নিয়ে যাবেন বা পরে নিয়ে যাবেন।

সম্পর্কিত নিবন্ধ