সশস্ত্র বাহিনী সংস্কারে কমিশন গঠন জরুরি: সেমিনারে বক্তারা
Published: 27th, April 2025 GMT
রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বেশ কয়েকটি খাতে সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করেনি। এই কমিশন গঠন জরুরি।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ২.০ জাতীয় বাজেট ২০২৫-২৬: সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারের আয়োজক নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজে)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহীদুজ্জামান বলেন, ৫ আগস্টের পর আট মাস পেরিয়ে গেছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি খাতে সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু সশস্ত্র বাহিনীর সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করেনি।
বিগত আমলে সামরিক বাহিনীকে নানাভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন নিরাপত্তা বিশ্লেষক এম শাহীদুজ্জামান। তিনি সশস্ত্র বাহিনী সংস্কারের বিষয়ে জোর দেন।
বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রব বলেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। এটি হলে সামরিক বাহিনীর সদস্যরা রাজনৈতিক দলের স্বার্থে কাজ করবেন না।
সেমিনারে সভাপতিত্ব করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.
সেমিনারে দেশের তরুণ সমাজ ও সীমান্তের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়। বলা হয়, ১৮ বছরের যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিলে তাঁদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি পাবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সশস ত র ব হ ন সরক র
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি