চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার বেলা ৩টার দিকে নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন সিলেকশন ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এতে শাহ আমানত সেতু সংযোগ সড়কের চান্দগাঁও থানা এলাকার দুই পাশ অচল হয়ে পড়ে। পরে সন্ধ্যা ৬টার দিকে সরে যান তাঁরা।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা ৩টার দিকে অর্ধশতাধিক শ্রমিক সড়কের ওপর এসে অবস্থান নেন। তাঁরা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশে খাল ও নালার কাজে ব্যবহার করা বাঁশ সড়কে এনে প্রতিবন্ধক (ব্যারিকেড) দেন। এ সময় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলে সড়ক ছাড়তে বাধ্য হন শ্রমিকেরা।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন সিলেকশন ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। কারখানাটি শাহ আমানত সেতু সংযোগ সড়কের এসকে মার্কেটে অবস্থিত ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মানিক মো.

বাবলু।

তবে কারখানাটি দুই বছর আগেই এম এ কবির নামের এক ব্যক্তিকে ভাড়া (সাব কন্ট্রাক্টে) দিয়েছেন বলে জানান মানিক মো. বাবলু। জানতে চাইলে এম এ কবির প্রথম আলোকে বলেন, দুই মাসের নয়, এ মাসের বেতন বকেয়া রয়েছে। সাধারণত ২০ তারিখ দেওয়া হয়। এক সপ্তাহ দেরি হওয়ায় শ্রমিকেরা সড়কে নামেন। দ্রুত বেতন পরিশোধ করা হবে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বেলা ৩টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক বন্ধ ছিল। পরে তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বকেয়া আদায়ে আলোচনা করা হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ