চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
Published: 27th, April 2025 GMT
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার বেলা ৩টার দিকে নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন সিলেকশন ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এতে শাহ আমানত সেতু সংযোগ সড়কের চান্দগাঁও থানা এলাকার দুই পাশ অচল হয়ে পড়ে। পরে সন্ধ্যা ৬টার দিকে সরে যান তাঁরা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা ৩টার দিকে অর্ধশতাধিক শ্রমিক সড়কের ওপর এসে অবস্থান নেন। তাঁরা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশে খাল ও নালার কাজে ব্যবহার করা বাঁশ সড়কে এনে প্রতিবন্ধক (ব্যারিকেড) দেন। এ সময় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলে সড়ক ছাড়তে বাধ্য হন শ্রমিকেরা।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন সিলেকশন ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। কারখানাটি শাহ আমানত সেতু সংযোগ সড়কের এসকে মার্কেটে অবস্থিত ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মানিক মো.
তবে কারখানাটি দুই বছর আগেই এম এ কবির নামের এক ব্যক্তিকে ভাড়া (সাব কন্ট্রাক্টে) দিয়েছেন বলে জানান মানিক মো. বাবলু। জানতে চাইলে এম এ কবির প্রথম আলোকে বলেন, দুই মাসের নয়, এ মাসের বেতন বকেয়া রয়েছে। সাধারণত ২০ তারিখ দেওয়া হয়। এক সপ্তাহ দেরি হওয়ায় শ্রমিকেরা সড়কে নামেন। দ্রুত বেতন পরিশোধ করা হবে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। বেলা ৩টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক বন্ধ ছিল। পরে তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বকেয়া আদায়ে আলোচনা করা হচ্ছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫