বিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি
Published: 28th, April 2025 GMT
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন সিলেবাস তৈরির কাজ শুরু করেছে। আসলে কেন দীর্ঘদিনের প্রচলিত সিলেবাসে পরিবর্তন আনতে চায় পিএসসি, আর কী থাকবে এই নতুন সিলেবাসে—এসব প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করেছে প্রথম আলো।
পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। নতুন সিলেবাস এমন হবে, যেন প্রার্থীরা বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে।
আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫পিএসসির একাধিক সূত্র জানিয়েছে, চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে নতুন সিলেবাস তৈরি হবে। তাঁরা একসঙ্গে নানা ধরনের নিয়োগ পরীক্ষা দেন। প্রস্তুতিও নেন। কিন্তু দেখা যায়, একেক পরীক্ষার প্রস্তুতি বা সিলেবাস একেক ধরনের। সরকারি চাকরির প্রস্তুতির সিলেবাস একধরনের আবার বেসরকারিতে ধরন আরেক ধরনের। এসব বিচার–বিশ্লেষণ করা শুরু করেছে পিএসসি। এ সবকিছু বিশ্লেষণ করে একটি নতুন সিলেবাস তৈরির কথা ভাবা হচ্ছে, যা সব চাকরিতে চাকরিপ্রার্থীকে যোগ্য করে তুলতে সহায়তা করবে। আবার দেশেই নয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদেশে চাকরি নেওয়ার ক্ষেত্রেও যাতে এই সিলেবাস কাজে লাগে, সে চেষ্টাও পিএসসি করছে।
আরও পড়ুনমে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা২৬ এপ্রিল ২০২৫আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫পিএসসির সদস্য মো.
পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে। তবে সিলেবাসের বিষয়গুলোতে পরিবর্তন আসবে।
আরও পড়ুন৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসকের বিজ্ঞপ্তি শিগগিরই, দ্রুত নিয়োগ ২৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনবেসরকারি ব্যাংকে নিয়োগ, স্নাতক ও অভিজ্ঞতায় চাকরি২৬ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: নত ন স ল ব স প রস ত ত প এসস র পর ক ষ ব স এস সরক র ধরন র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা