যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন ঢাকা–ওয়াশিংটন দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনতে দেশটি থেকে আরও বেশি পরিমাণে তুলা আমদানির পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে কটন ইউএসএ আয়োজিত এক সেমিনারে এই পরামর্শ দেন তিনি।

সেমিনারে ট্রেসি জ‍্যাকবসন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ব‍্যবসার ভারসাম্য আনতে আরও বেশি তুলা আমদানি সবার জন‍্যই উপকারী হবে।

সেমিনারে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনেক ব‍্যবসায়ী ভারতের দালালি করে তুলা এনে কাপড় বানিয়ে বাংলাদেশকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ভারতের পণ‍্য বাংলাদেশে ঢুকতে হলে ট‍্যাক্স দিয়ে ঢুকতে হবে।

কটন ইউএসএর এই সেমিনারে আলোচনায় বৈশ্বিক নানা বিষয় উঠে আসে। এই সেমিনারের কয়েকটি ছবিসহ একটি পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

ট্রেসি জ‍্যাকবসনের বক্তব্য দেওয়ার ছবিসংবলিত ওই পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তুলা এর বিশুদ্ধতা ও উন্নততর তন্তুর জন্য সুপরিচিত। এই তুলা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য পুরোপুরি মানানসই। যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানির মাধ্যমে আমেরিকান কৃষকদের সহায়তা এবং আমদানিকারক দেশকে বিশ্বাসযোগ্য উচ্চমানসম্পন্ন তুলা সরবরাহ করা হয়, যা উভয় দেশের জন্য সমৃদ্ধি ও প্রবৃদ্ধি বয়ে আনে। ২০২৪ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলা রপ্তানির পরিমাণ ছিল ২৫০ মিলিয়ন ডলারের। এই অঙ্ক চলতি বছর উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য কবসন আমদ ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ