রাজধানীতে দুটি ধর্ষণের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Published: 30th, April 2025 GMT
রাজধানীতে দুটি ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো– ইউসুফ আলী পাটোয়ারী, মুস্তাকিম, সুমন, ঝোটন ও রবিন। গতকাল মঙ্গলবার বাসাবো ও গত সোমবার রাতে রায়েরবাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।
কদমতলী থানা পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনার দিন শিশুটির মা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পরই এলাকার ইউসুফ আলী পাটোয়ারী চকলেট ও বিস্কুট খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেয়। এর পর তাকে একটি বন্ধ কারখানায় নিয়ে ধর্ষণ করা হয়। বাসায় ফিরে শিশুটির মা এ বিষয়ে জানতে পেরে মামলা করেন। এর ভিত্তিতে গতকাল সকালে বাসাবো থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাজধানীর রায়েরবাজার এলাকায় সোমবার রাতে এক কিশোরীকে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহল দল। তাদের কাছ থেকে একটি সামুরাই ছুরি, একটি দেশীয় বড় ছুরি ও নগদ ৩ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য ওই কিশোরীকে ধরে রায়েরবাজারের সাদেক খান রোডের একটি বাসার ভূগর্ভস্থ তলায় নিয়ে যায়। সেখানে অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষকরা মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকিও দেয়। বিষয়টি জানতে পেরে, দ্রুত অভিযান চালিয়ে প্রথমে দু’জনকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী। পরে বাকি দু’জনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।
জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।