পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না, আঘাত এলে জবাব দেবে: পররাষ্ট্রমন্ত্রী দার
Published: 30th, April 2025 GMT
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল মঙ্গলবার সিনেটে বলেছেন, পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না। তবে কোনো আঘাত এলে তার জবাব দেবে। তিনি বলেন, পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অভিযোগ মোকাবিলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে।
সিনেট অধিবেশনে পিপিপির সদস্য সৈয়দ মাসরুর আহসান পিটিআইয়ের প্রধান ইমরান খানকে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানানোর পক্ষে সমর্থন দেন, যা পিটিআইয়ের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল। পিটিআইয়ের আউন আব্বাস বলেন, নওয়াজ শরিফ, আসিফ আলী জারদারি ও ইমরান খান—এই তিন নেতার সম্মিলিত উপস্থিতি দেশে ঐক্যের বার্তা দেবে।
পিপিপির মাসরুর আহসান বলেন, সরকারকে নমনীয়তা দেখাতে হবে এবং বিরোধীদের কথা শুনতে হবে। উভয় পক্ষেরই অহংকার ত্যাগ করতে হবে।
এর আগে তিনজন সিনেটর—আল্লামা নাসির আব্বাস, গুরদীপ সিং ও দোস্ত মোহাম্মদ পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবি জানান।
তবে পিএমএল-এনের সিনেটর নাসির বাট বলেন, ইমরান খানকে আইনি লড়াই চালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তবেই তিনি মুক্তি পেতে পারেন।
পিটিআইয়ের সিনেটর সাইফুল্লাহ আবারও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পেহেলগামে হামলার বিষয়ে নীরবতা নিয়ে সমালোচনা করেন এবং রাজনৈতিক নেতৃত্বকে শক্ত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।
সিনেটে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ভারতকে উপযুক্ত জবাব দেবে, তবে প্রথমে হামলা করবে না। তিনি আরও বলেন, পেহেলগামে হামলার পর পাকিস্তান কূটনৈতিকভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন ও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।
ইসহাক দার বলেন, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও সরাসরি কথা বলেছেন তিনি। পেহেলগামের ঘটনায় চীন ও তুরস্কের অবস্থানের প্রশংসা করেন ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছি—ভারতের মনোভাব, ইতিহাস ও এর সম্ভাব্য উদ্দেশ্য কী হতে পারে, তা তুলে ধরেছি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত কিছু ধরনের উত্তেজনা তৈরি করতে পারে।’
ইসহাক দার ২০১৯ সালের পুলওয়ামা হামলার কথা উল্লেখ করেন। ওই হামলায় ভারতের ৪০ জন আধা সামরিক সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক একটি গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। সেই ঘটনার পর ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে।
ইসহাক দার বলেন, ভারত দুই বছর ধরে সিন্ধু পানি বণ্টন চুক্তি বদলাতে চাচ্ছে। তিনি বলেন, ‘আমার মতো অনেকেরই সন্দেহ—এই নাটক (পেহেলগাম হামলা) সেই চুক্তি স্থগিতের অজুহাত হতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এ হামলার সঙ্গে যুক্ত নয় এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছেন। যেহেতু পাকিস্তান আত্মবিশ্বাসের সঙ্গে জানে, তারা এ হামলার সঙ্গে জড়িত নয়।
ইসহাক দার সতর্ক করে দেন, পাকিস্তানের পানিতে ভারতের কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এটিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র প ট আইয় র ইমর ন খ ন ইসহ ক দ র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার সঙ্গে আসামি ৮ প্রাক্তন ভিসিসহ ২০১ জন
ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার এক ছাত্রকে ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, শিক্ষক, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রীদেরও আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম বুধবার অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ২০ মার্চ সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজু আদালতে এ মামলার আবেদন করেন।
মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যসহ কয়েকজন শিক্ষক আছেন আসামির তালিকায়। তারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-অর-রশিদ, ঢাবি শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল ও অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক মুনতাসীর মামুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মুহম্মদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মীজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবদুল মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম অহিদুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অনুপম সেন, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আলমগীর হোসেন, আবেদ খান প্রমুখ।
মামলায় অভিযোগ করা হয়েছে– ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সকালে মামলার বাদী এম এ হাশেম রাজুর নেতৃত্বে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরীবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছায়। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পথরোধ করে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাতবোমা, পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ গুলিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা হাফেজ আবুল বাশার গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এম মিজবাউর রহমানের আদালতে এ মামলা করেন।
মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, সালমান এফ রহমান প্রমুখ।
মামলার বাদী আবুল বাশার বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামে পত্রিকার রিপোর্টার ছিল। আন্দোলনের সময় ১ আগস্ট সে ঢাকায় আসে এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যায়।