২০১০ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে ইন্টার?
Published: 30th, April 2025 GMT
মার্চ পর্যন্ত রীতিমতো উড়ছিল ইন্টার মিলান। তবে এপ্রিলে এসেই ধীরে-ধীরে ছন্দ হারাতে থাকে ক্লাবটি। এই সময়ে সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচে মাত্র ২টি জয় পায় সিমিওনে ইনজাগির দলটি। ঘরের প্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে ইতালিয়ান কাপের সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হেরে ট্রেবলের স্বপ্ন জলাঞ্জালি দিতে হয়েছে। শেষ ২ ম্যাচে হেরে সিরি ‘আ’ শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বী নাপোলি থেকে পিছিয়ে গিয়েছে ৩ পয়েন্টে।
এমন অবস্থায় ইন্টার মিলান বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। তবে আত্মবিশ্বাস তলানিতে থাকা নেরাজ্জুরিদের ম্যানেজার সিমিওনে আশা হারাচ্ছেন না। আজ রাতের হাই ভোল্টেজ ম্যাচের আগে তিনি দলকে ‘ভয় না পেয়ে’ মাঠে নামতে বলেছেন এবং আহ্বান জানিয়েছেন গত সপ্তাহের হতাশাজনক ফলাফল ভুলে যেতে।
আরো পড়ুন:
‘অস্ত্রাগারে’র দেয়াল ভেঙে ফাইনালের পথে পিএসজি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি
সবশেষ তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হেরেছে ইন্টার। এরআগে ২০১৭ সালের হারের হ্যাটট্রিক দেখেছিল নেরাজ্জুরিরা। এক সপ্তাহ আগেও ট্রেবল জয়ের স্বপ্ন বিভোর দলটা আজ রাতে শিরোপাহীন থাকার শঙ্কা নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে বার্সার বিপক্ষে মাঠে নামবে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “গত সপ্তাহের সব কিছু ভুলে যাও। গত চার বছরে এই খেলোয়াড়রা অসাধারণ কিছু করেছে এবং এখনও করে যাচ্ছে। গত সপ্তাহ সেটা মুছে দিতে পারে না। এটা দুর্দান্ত এক মৌসুম। আমরা শেষ তিনটি ম্যাচ বিশ্লেষণ করেছি। আমাদের আরো ভালো করতে হবে। (গত সপ্তাহ পর্যন্ত) আমরা প্রতিটি ট্রফির জন্য লড়াইয়ে ছিলাম। অনেকে বলছিল যে সিরি আ’তে সেরা চারে থাকাটাও কঠিন হবে। আপনি কখনো আমাকে এই ছেলেদের বা এই গ্রুপের বিরুদ্ধে খারাপ কিছু বলতে শুনবেন না। তাদের জন্যই আমরা গত চার বছরে প্রত্যাশা ছাড়িয়ে গেছি।”
ইনজাগি ইন্টারের কোচ হিসেবে একবার সিরি ‘আ’ ও দুইবার কোপা ইতালিয়া জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ ২০২৩ সালের রানার্সআপ। এবার তাদের সামনে বার্সা। যারা লা লিগার শীর্ষে এবং এই সপ্তাহেই কোপা দেল রে জিতেছে। ইনজাগি বার্সার কোচ হানসি ফ্লিকের প্রশংসা পঞ্চমুখ, “আমরা সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলছি। আমাদের টেকনিক্যালি খুব পরিষ্কার থাকতে হবে। ফ্লিক একজন দুর্দান্ত কোচ, যিনি অসাধারণভাবে আক্রমণাত্বক দল সাজিয়েছেন। তারা বল হারালেও দ্রুত ফেরত পায়। তাদের দুর্দান্ত ফরোয়ার্ড, মিডফিল্ডার খেলোয়াড় আছে।”
এই সপ্তাহে ইন্টার বার্সার বিপক্ষে খেলবে চোটাক্রান্ত ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে ছাড়াই। ফরোয়ার্ড মার্কুস থুরাম অনুশীলনে ফিরলেও ম্যাচে খেলার ফিটনেস নিয়ে শংসয় আছে। যদি তিনি ফিট থাকেন, তবে লওতারো মার্তিনেজের সঙ্গে আক্রমণে থাকবেন। তারা দু’জন মিলে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি গোল করেছেন।
ইউরোপ সেরার মুকুটের জন্য বার্সার অপেক্ষা দীর্ঘ ১০ বছরের। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিল। অন্যদিকে, ইতালিয়ান ইন্টারের অপেক্ষা আরও বেশি। তারা সর্বশেষ ইউরোপ সেরা হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। সেবার ফাইনালে উঠার পথে সেমিফাইনালে ইতিহাসের সেরা বার্সাকে হারিয়েছিল জোসে মোরিনহোর ইন্টার।
ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার থেকে ভুগছিল জনজীবন। এই বিভ্রাটে বিমান চলাচল এবং গণপরিবহন বন্ধ হয়ে যায়। জরুরি অবস্থা ছাড়া হাসপাতালগুলোর অপারেশনও স্থগিত করতে হয়। এমন অবস্থায় বার্সা ও ইন্টারের মধ্যকার ম্যাচটি না হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপাতত স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা উয়েফার পক্ষ থেকে খেলা স্থগিতের কোনো বিবৃতি আসেনি।
আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে সান সিরোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে ইন্টার। বিজয়ী দল ৩১ মে মিউনিখে ফাইনালে পিএসজি বা আর্সেনালের মুখোমুখি হবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ইন ট র ম ল ন স ম ফ ইন ল ইন ট র
এছাড়াও পড়ুন:
মাদক মামলার আসামি, দিয়েছেন ‘জাল’ সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি
চট্টগ্রামে মাদক মামলার এক আসামিকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। সভাপতির যোগ্যতা পূরণ করতে স্নাতকের ‘জাল’ সনদ ব্যবহারের অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে ঘিরে এসব অভিযোগ ওঠে। গত ২৪ মার্চ চার সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
ছয় মাসের জন্য চার সদস্যের কমিটি অনুমোদন দেন বোর্ডের তৎকালীন বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী। পদাধিকারবলে কমিটির সদস্যসচিব করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। অন্য দুই সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি আলিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি মো. ইউছুপ মিয়া চৌধুরী।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটি সাধারণত কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারেন না। তবে বিদ্যালয়ের আর্থিক লেনদেনে তাঁর সই প্রয়োজন হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক মামলা থাকলে সেটি ভিন্ন বিষয়। তবে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক বার্তা দেবে। পাশাপাশি একটি ‘জাল’ সনদ দিয়ে একটি কমিটিতে আসা বোর্ডের দায়িত্বের অবহেলার দিকে ইঙ্গিত দেয়।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালীতে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রহমত উল্লাহ মোহাম্মদ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় ২০২২ সালের ২২ জুলাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। বর্তমানে মাদক মামলাটি বিচারাধীন।
নিয়ম অনুযায়ী সভাপতি হতে মোহাম্মদ আলী স্নাতকের যে সনদ জমা দিয়েছেন, সেটিও ‘জাল’ বলে জানা গেছে। আবেদনের পর সব সনদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সদস্যসচিব এ কে এম হারুন। এরপর বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ সেটি জেলা প্রশাসক বরাবর পাঠিয়ে দেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বড় ধরনের অভিযোগ থাকলে সেটি বোর্ডে জানানোর সুযোগ আছে। মূলত প্রধান শিক্ষকের পাঠানো তালিকাটি ডিসি স্যারের (জেলা প্রশাসক) সঙ্গে আলোচনা করে বোর্ডে পাঠানো হয়। বোর্ডই নিয়োগের সিদ্ধান্ত নেয়। তালিকা পাওয়ার পর কেউ অভিযোগ করলে আমরা খোঁজখবর নিয়ে থাকি।’
মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তাঁর ফেসবুক আইডিতে তিনি নিজেকে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক আলোকিত শতাব্দীর নির্বাহী সম্পাদক হিসেবে উল্লেখ করেন।
যোগ্যতা পূরণে ‘জাল’ সনদ
গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। মোহাম্মদ আলী তাঁর দাখিল, আলিম ও স্নাতকের সনদ জমা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।
তবে সাউদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই নামে কোনো বিভাগ তাঁদের নেই। যেটি আছে, সেটির নাম ইসলামিক স্টাডিজ। এটি চালু হয়েছে ২০১০ সালে। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী বলেন, ‘এই নামে কোনো বিভাগ আমাদের নেই। ২০১০ সালে ইসলামিক স্টাডিজ চালু হয়েছে। সনদটি ফেইক (জাল) হওয়ার সম্ভাবনা রয়েছে।’
জানতে চাইলে উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে ১টি নয়, ১৭টি মামলা আছে। মাদকের মামলাটিও রাজনৈতিক। আমি ঘটনা জেনেছি চার্জশিট হওয়ার কয়েক মাস পর। সাংবাদিক পরিচয় দিয়ে আমি জামিন নিয়েছি। চট্টগ্রাম প্রেসক্লাবকেন্দ্রিক সমস্যা নিয়ে আমার বিরুদ্ধে মাদক মামলাটি সামনে আনা হয়েছে।’
২০১০ চালু হওয়া বিভাগ থেকে ২০০৩ সালে কীভাবে সনদ পেলেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো অনেক আগের পুরোনো ফাইল। সভাপতি মনোনয়নের সময় আমি খুঁজে সনদের ছবি তুলে দিয়েছি। আমি কোনো আর্থিক লাভের জন্য সভাপতি হয়নি।’
বেসরকারি বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়া হয় ২০২৪ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা অনুযায়ী। চট্টগ্রাম বোর্ডের এই প্রবিধানমালা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি হবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত। সভাপতির জন্য তিনজন মনোনীত ব্যক্তির তালিকা বোর্ডে পাঠাতে হবে।
চট্টগ্রাম বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবুল কাসেম বলেন, চার্জশিটভুক্ত আসামি হলে কোনোভাবেই সভাপতি থাকতে পারবে না। সনদের জালিয়াতির বিষয়টি এড়ানোর সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে যাচাই না করে তালিকা পাঠানোর জন্য।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক হলেন আখতার কবীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। সেখানে একজন মাদক ব্যবসায়ী ও যাঁর সনদ প্রশ্নবিদ্ধ তাঁকে সভাপতি করে আমরা শিক্ষার্থীদের কী শিক্ষা দিচ্ছি, সেটি প্রশ্ন। আমরা বিশ্বাস করি, বোর্ড এটি জানার পর ব্যবস্থা নেবে।’