২০১০ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে ইন্টার?
Published: 30th, April 2025 GMT
মার্চ পর্যন্ত রীতিমতো উড়ছিল ইন্টার মিলান। তবে এপ্রিলে এসেই ধীরে-ধীরে ছন্দ হারাতে থাকে ক্লাবটি। এই সময়ে সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচে মাত্র ২টি জয় পায় সিমিওনে ইনজাগির দলটি। ঘরের প্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে ইতালিয়ান কাপের সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হেরে ট্রেবলের স্বপ্ন জলাঞ্জালি দিতে হয়েছে। শেষ ২ ম্যাচে হেরে সিরি ‘আ’ শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বী নাপোলি থেকে পিছিয়ে গিয়েছে ৩ পয়েন্টে।
এমন অবস্থায় ইন্টার মিলান বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। তবে আত্মবিশ্বাস তলানিতে থাকা নেরাজ্জুরিদের ম্যানেজার সিমিওনে আশা হারাচ্ছেন না। আজ রাতের হাই ভোল্টেজ ম্যাচের আগে তিনি দলকে ‘ভয় না পেয়ে’ মাঠে নামতে বলেছেন এবং আহ্বান জানিয়েছেন গত সপ্তাহের হতাশাজনক ফলাফল ভুলে যেতে।
আরো পড়ুন:
‘অস্ত্রাগারে’র দেয়াল ভেঙে ফাইনালের পথে পিএসজি
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি
সবশেষ তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হেরেছে ইন্টার। এরআগে ২০১৭ সালের হারের হ্যাটট্রিক দেখেছিল নেরাজ্জুরিরা। এক সপ্তাহ আগেও ট্রেবল জয়ের স্বপ্ন বিভোর দলটা আজ রাতে শিরোপাহীন থাকার শঙ্কা নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে বার্সার বিপক্ষে মাঠে নামবে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “গত সপ্তাহের সব কিছু ভুলে যাও। গত চার বছরে এই খেলোয়াড়রা অসাধারণ কিছু করেছে এবং এখনও করে যাচ্ছে। গত সপ্তাহ সেটা মুছে দিতে পারে না। এটা দুর্দান্ত এক মৌসুম। আমরা শেষ তিনটি ম্যাচ বিশ্লেষণ করেছি। আমাদের আরো ভালো করতে হবে। (গত সপ্তাহ পর্যন্ত) আমরা প্রতিটি ট্রফির জন্য লড়াইয়ে ছিলাম। অনেকে বলছিল যে সিরি আ’তে সেরা চারে থাকাটাও কঠিন হবে। আপনি কখনো আমাকে এই ছেলেদের বা এই গ্রুপের বিরুদ্ধে খারাপ কিছু বলতে শুনবেন না। তাদের জন্যই আমরা গত চার বছরে প্রত্যাশা ছাড়িয়ে গেছি।”
ইনজাগি ইন্টারের কোচ হিসেবে একবার সিরি ‘আ’ ও দুইবার কোপা ইতালিয়া জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ ২০২৩ সালের রানার্সআপ। এবার তাদের সামনে বার্সা। যারা লা লিগার শীর্ষে এবং এই সপ্তাহেই কোপা দেল রে জিতেছে। ইনজাগি বার্সার কোচ হানসি ফ্লিকের প্রশংসা পঞ্চমুখ, “আমরা সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলছি। আমাদের টেকনিক্যালি খুব পরিষ্কার থাকতে হবে। ফ্লিক একজন দুর্দান্ত কোচ, যিনি অসাধারণভাবে আক্রমণাত্বক দল সাজিয়েছেন। তারা বল হারালেও দ্রুত ফেরত পায়। তাদের দুর্দান্ত ফরোয়ার্ড, মিডফিল্ডার খেলোয়াড় আছে।”
এই সপ্তাহে ইন্টার বার্সার বিপক্ষে খেলবে চোটাক্রান্ত ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে ছাড়াই। ফরোয়ার্ড মার্কুস থুরাম অনুশীলনে ফিরলেও ম্যাচে খেলার ফিটনেস নিয়ে শংসয় আছে। যদি তিনি ফিট থাকেন, তবে লওতারো মার্তিনেজের সঙ্গে আক্রমণে থাকবেন। তারা দু’জন মিলে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি গোল করেছেন।
ইউরোপ সেরার মুকুটের জন্য বার্সার অপেক্ষা দীর্ঘ ১০ বছরের। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিল। অন্যদিকে, ইতালিয়ান ইন্টারের অপেক্ষা আরও বেশি। তারা সর্বশেষ ইউরোপ সেরা হয়েছিল ২০০৯-১০ মৌসুমে। সেবার ফাইনালে উঠার পথে সেমিফাইনালে ইতিহাসের সেরা বার্সাকে হারিয়েছিল জোসে মোরিনহোর ইন্টার।
ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার থেকে ভুগছিল জনজীবন। এই বিভ্রাটে বিমান চলাচল এবং গণপরিবহন বন্ধ হয়ে যায়। জরুরি অবস্থা ছাড়া হাসপাতালগুলোর অপারেশনও স্থগিত করতে হয়। এমন অবস্থায় বার্সা ও ইন্টারের মধ্যকার ম্যাচটি না হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আপাতত স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা উয়েফার পক্ষ থেকে খেলা স্থগিতের কোনো বিবৃতি আসেনি।
আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে সান সিরোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে ইন্টার। বিজয়ী দল ৩১ মে মিউনিখে ফাইনালে পিএসজি বা আর্সেনালের মুখোমুখি হবে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ইন ট র ম ল ন স ম ফ ইন ল ইন ট র
এছাড়াও পড়ুন:
১৪ বছর আগের ঘটনায় ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলা, জুডিশিয়াল তদন্তের নির্দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমান এএসপি মো. মিজানুর রহমান এবং একই থানার সাবেক এসআই মাজহারুল ইসলামের বিরুদ্ধে ১৪ বছর আগের একটি ঘটনায় করা মামলা জুডিশিয়াল (বিচার বিভাগীয়) তদন্তের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক এ.কে.এম ছিফাতুল্লাহ্ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আজহারুল ইসলাম। মামলার তদন্ত করবেন ৭ নম্বর আমলি আদালতের বিচারক মো. ইকবাল হোসাইন।
আদালত সূত্র জানায়, ১৭ এপ্রিল ঈশ্বরগঞ্জ থানার সাবেক ওসি মো. মিজানুর রহমান ও একই থানার সাবেক এসআই মো. মাজহারুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। পরে বিচারকের নির্দেশে আবেদনটি আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করা হয়।
জানা যায়, মো. মিজানুর রহমান পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। তিনি বর্তমানে সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত। আর মো. মাজহারুল ইসলাম পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হয়েছেন।
নিহত শফিকুল ইসলামের ছেলে সুমন বলেন, আমার বাবাকে কয়েকজন মিলে পরিকল্পিতভাবে হত্যা করে। এর মধ্যে এক নম্বর আসামি ছিলেন নজরুল ইসলাম। তার নাম কেটে দিয়ে অন্যজনের নাম লেখা হয়। এরই মধ্যে চার্জশিট হয়ে গেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে নজরুল ইসলামের নাম সরিয়ে দিয়েছেন।
মামলার আইনজীবী শাহজাহান কবির সাজু সমকালকে বলেন, গিয়াস উদ্দিন যে মামলাটি করেছেন, তাতে এক নম্বর আসামির নাম কেটে দেন সাবেক ওসি ও এসআই। তারা আদালতের নির্দেশ অমান্য করেছেন।
মামলা ও বাদী সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের পরিবারের বিরোধ ছিল। ২০১০ সালের ২৭ নভেম্বর দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। দীর্ঘদিন ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে ২০১৫ সালের ২ জানুয়ারি মারা যান শফিকুল। এ ঘটনায় নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন থানায় মামলা করতে গেলে ওসি মো. মিজানুর রহমান মামলা নেননি।
অপরদিকে ২০১০ সালের ৭ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করলে থানায় এজাহার হিসেবে নথিবদ্ধ করতে পুলিশকে নির্দেশ দেন বিচারক।
বাদীর পরিবারের অভিযোগ, ওসি মো. মিজানুর রহমান এজাহার হিসেবে নথিবদ্ধ না করে এসআই মো. মাজরুল ইসলামের মাধ্যমে বাদী গিয়াস উদ্দিনকে বলেন, মামলাটি থানায় এসেছে, বাদীর টিপসই লাগবে। পরে ভুল বুঝিয়ে তার টিপসই নেওয়া হয়। পরে আদালত থেকে বাদী মামলার কপি তুলে দেখেন, নালিশি মামলার ১ নম্বর আসামি নজরুল ইসলামের নাম বাদ দিয়ে বাদীর ভাতিজা আবদুর রশিদের নাম লিখে আদালতে পাঠানো হয়েছে।