বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করে মুজারাবানির ইতিহাস
Published: 30th, April 2025 GMT
বাংলাদেশের মাটিতে টেস্ট জয় এনে দিয়ে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে দারুণ সাফল্য পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি পৌঁছে গেছেন ৭০০ রেটিং পয়েন্টের মাইলফলকে। যা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ ছুঁতে পারল।
২৮ বছর বয়সী এই পেসার সিলেট টেস্টের প্রথম ইনিংসে নেন ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নেন। ৯ উইকেট শিকার করে হন ম্যাচসেরাও। বল হাতে দারুণ করায় র্যাংকিংয়ে তিনি এক লাফে ১৪ ধাপ এগিয়েছেন। বর্তমান অবস্থান করছেন ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৭০৫।
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক ছিলেন প্রথম এবং এতদিন পর্যন্ত একমাত্র খেলোয়াড়, যিনি টেস্ট বোলিংয়ে ৭০০ পয়েন্টের গণ্ডি পেরিয়েছিলেন। তার সর্বোচ্চ রেটিং ছিল ৭৯৪। যা তিনি অর্জন করেন ১৯৯৬ সালে এবং সর্বশেষ ২০০১ সালে ছিলেন ৭০০-এর ওপরে।
আরো পড়ুন:
মিরাজের ৫ উইকেট, উড়ছে বাংলাদেশ
এগিয়ে থেকেও উৎকণ্ঠায় বাংলাদেশ
এ ম্যাচে জিম্বাবুয়ের আরেক বোলার ওয়েলিংটন মাসাকাদজা ৫ উইকেট নিয়ে পুনরায় ঢুকেছেন র্যাংকিংয়ে। বাংলাদেশি পেসার নাহিদ রানার সঙ্গে যৌথভাবে আছেন ৬৮তম স্থানে।
অন্যদিকে বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ ম্যাচে ১০ উইকেট নেওয়ায় র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে।
বাংলাদেশ সিলেট টেস্টে হারলেও ব্যাটসম্যানদের মধ্যে কয়েকজন র্যাংকিংয়ে উন্নতি করেছেন। মুমিনুল হক তার দুই ইনিংসে ৫৬ ও ৪৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন। উইকেটরক্ষক জাকের আলী ১০ ধাপ এগিয়ে ৫০তম স্থানে। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ ধাপ এগিয়ে আছেন ৫৩তম স্থানে আছেন।
জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটও আলো ছড়িয়েছেন। দুই ইনিংসে ৫৭ ও ৫৪ রান করে র্যাংকিংয়ে ৫৪ ধাপ লাফিয়ে প্রথমবারের মতো ঢুকেছেন বিশ্বের সেরা ১০০ ব্যাটসম্যানের তালিকায়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ