রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী সালমা বেগম (৩২), ফজলে রাব্বি (২৩), মরিয়ম বেগম (৩৮), পলি বেগম (৩৫), মো.

কায়েচ হাওলাদার (৩৪) ও এক কিশোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকালে যাত্রাবাড়ী থানা-পুলিশ দয়াগঞ্জ বটতলা জজ মিয়ার বাড়ির ভাড়া বাসার ফটকের কাছ থেকে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের (৪৪) মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার ওই ঘটনায় নিহত হুমায়ুনের ভাই খোকন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় বলা হয়, হুমায়ুন কবির ডিএমপির পরিবহন বিভাগে জলকামানের চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী সালমা বেগম ও দুই সন্তানকে নিয়ে দয়াগঞ্জে থাকতেন। সালমার সঙ্গে তাঁর আত্মীয় মো. রাজীব হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা হুয়ায়ুন জানতেন। এ নিয়ে গত ২৫ এপ্রিল একটি পারিবারিক সালিস বৈঠক হয়। বৈঠকের পর সালমা ও তাঁর ভাই মো. মানিকের সঙ্গে হুমায়ুন কবিরের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে সালমা বেগম ও তাঁর বন্ধু রাজীব হোসেন ও ওই ভবনের চারতলায় থাকা তাঁর আত্মীয় মরিয়মসহ আরও কয়েকজন মিলে হুমায়ুনকে শ্বাসরোধে হত্যা করেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত হুমায়ুনের দুই সন্তান ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সালমা বেগম ও মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ ভোর পাঁচটার দিকে বরিশাল থেকে শুভ, রাফি, পলি ও কায়েসকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ সদস্য হুমায়ুনের দুটি মুঠোফোন শুভর কাছ থেকে জব্দ করা হয়।

প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, সালমা বেগমের সঙ্গে তাঁর আত্মীয় মো. রাজীব হোসেনের এক বছর ধরে সম্পর্ক ছিল। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন ডিউটি শেষে বাসায় ফেরেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর স্ত্রী সালমা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়ান। এতে হুমায়ুন অচেতন হয়ে পড়েন। এরপর রাত আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর হাত-পা গামছা দিয়ে বেঁধে এবং গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। লাশ অন্যত্র সরাতে ব্যর্থ হয়ে ভোর চারটার দিকে লাশটি বাড়ির ফটকের পাশে ফেলে রাখে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বুধবার সালমা ও মরিয়ম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পলাতক রাজীবসহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল শ সদস য হ ম য় ন গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে শনিবার মধ্যরাতে

তিন মাস দুই দিন পর কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরণ। শনিবার (২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন জেলেরা। 

কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কয়েক বছরের মধ্যে এবার নির্দিষ্ট সময়ে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। অন্যান্য বছর ২-৩ দফা সময় বাড়িয়ে প্রায় চার মাস পর মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতো। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, প্রজনন এবং অবমুক্ত করা মাছের বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এদিকে, মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাট। মাছ পরিবহন ও সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রাম, বরফ ভাঙার মেশিন। দীর্ঘ ৯২ দিনের কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে রেখেছেন ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। 

বিএফডিসি সূত্র বলছে, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য ১ মে থেকে ৩০ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এ সময়ে হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে। 

রাঙামাটির শহরের পুরান পাড়া জেলা পল্লীর বাসিন্দা নেপাল দাশ জানিয়েছেন, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালে যে সরকারি সহায়তা পাওয়া যায়, তাতে পরিবার নিয়ে চলা কঠিন। দীর্ঘ তিন মাস পর মাছ ধরতে নামতে পারব, এতে খুশি আমরা। 

নতুন পাড়ার জেলে অমর কান্তি দাশ বলেছেন, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে। তবে, পানিতে ঢেউ থাকায় শুরুতে বেশি মাছ পাওয়া যাবে না। পানি কিছু কমে আসলে ও স্থির হলে ভালো মাছ পাব, আশা করি। হ্রদে নামার জন্য যা যা প্রস্তুতি, সবকিছু শেষ করেছি। জাল ও নৌকা মেরামত করা হয়েছে। এখন শুধু লেকে নামার অপেক্ষা। 

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া বলেছেন, এবার নিষেধাজ্ঞার শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে যথেষ্ট পানি থাকায় মাছ প্রথম থেকেই প্রজনন এবং বড় হওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি, এবার পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। ব্যবসায়ীরা সব প্রস্ততি নিয়েছেন। রবিবার সকাল থেকে বিএফডিসি ঘাটে মাছ আসবে।

বিএফডিসির রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, নিষেধাজ্ঞাকালীন আমাদের উপকেন্দ্রগুলোর যেসব অবকাঠামো সংস্কারের প্রয়োজন ছিল, সেসব আমরা শেষ করেছি। অন্যান্য যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেসবও শেষ হয়েছে। আশা করছি, গত বছরের মতো এবছরও ভালো মাছ পাওয়া যাবে।

ঢাকা/শংকর/রফিক

সম্পর্কিত নিবন্ধ