বৃহৎ শক্তির কোনো দ্বৈরথে পড়তে চাই না: মান্না
Published: 2nd, May 2025 GMT
‘মানবিক করিডর’ বিষয়ে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ছোট ছোট বিষয়ে সব রাজনৈতিক দলকে একসঙ্গে ডেকে কথা বলা হয়েছে। অথচ ‘হিউম্যানিটেরিয়ান করিডর’ (মানবিক করিডর) দেওয়ার মতো এত বড় বিষয়ে কারও সঙ্গে পরামর্শ করার দরকার মনে হয়নি।
আজ শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহমুদুর রহমান মান্না।
জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা বৃহৎ শক্তির কোনো দ্বৈরথে পড়তে চাই না।’
পৃথিবীর বিভিন্ন জায়গায় ‘হিউম্যানিটেরিয়ান করিডর’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের আরও চিন্তাভাবনা করা উচিত ছিল বলে মনে করেন মান্না। তিনি বলেন, দেড় লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠিয়ে দিতে এক বছর সময় লাগবে না—এমন মন্তব্যের পরপরই বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেতাদের দৌড়ঝাঁপ দেখলাম। এরপর হিউম্যানিটেরিয়ান করিডর (মানবিক করিডর)। এত তাড়াতাড়ি হিউম্যানিটেরিয়ান করিডরের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে নীতিগতভাবে একমত হতে হলো কেন, এমন প্রশ্ন তোলেন তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সামনে নির্বাচন। স্পষ্ট তারিখ নেই। কিন্তু নতুন নতুন সমস্যার আলামত দেখা যাচ্ছে। এগুলো কি শুভ লক্ষণ! এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, তত জাতির কল্যাণ হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব