কুমিল্লায় রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
Published: 2nd, May 2025 GMT
কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ প্রদানের সত্যতা পেয়ে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই চেয়ারম্যান চৌদ্দগ্রাম ১১ নং চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন। এর আগে গত ২৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (নিবন্ধক) মো.
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ভিয়েতনাম যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ হুমায়রা ও শারমিন আক্তার নামে দুইজনই রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১৫ জুন থানা কুমিল্লার ডিএসবির উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ২৭ জুন থানা পুলিশ হুমায়রা ও শারমিন আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
তদন্ত সংশ্লিষ্টরা বলেন, দুই রোহিঙ্গা নারী উপজেলার ১১ নং চিওড়া ইউনিয়নের কাজী খবির উদ্দিন ওই দুই নারীর পিতা সেজে পরিষদ থেকে দুইটি জন্ম সনদ তৈরি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির সহায়তা করেন।
এ বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, রোহিঙ্গা নারীদের নামে জন্মসনদ ইস্যুর ঘটনাটি জন্ম নিবন্ধন শাখার রেজিস্টার জেনারেল আমাকে কারণ দর্শানোর নোটিশ করলে আমি তার সঠিক জবাব প্রদান করি। কারও বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে সনদ দেয়া সম্ভব নয়। ওই চেয়ারম্যানের ভাষ্য, জন্মসনদ গ্রহীতা ওই দুই নারীর কথিত পিতা কাজী খবির উদ্দিনের বিরুদ্ধে ডিএসবি মামলা দায়ের করেছিল। সেই মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়। চার্জশিটে আমাকে সাক্ষী করা হয়। বরখাস্ত করার বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করব।
উৎস: Samakal
কীওয়ার্ড: বরখ স ত
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫