নড়াইলে কৃষকের ধান কেটে দিলো জামায়াতের নেতাকর্মীরা
Published: 3rd, May 2025 GMT
নড়াইলে দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার (২ মে) বিকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চারজন অসহায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের অসুস্থ্য কৃষক এলাহী হোসেনের ৩৩ শতক ও আব্দুল আলীম মিয়ার ৩৯ শতক, মহাজন গ্রামের রিজাক শেখের ১৮ শতক এবং বিষ্ণপুর গ্রামের দিপক বিশ্বাসের জমির ধান কেটে দেওয়া হয়।
এসময় মাঠে উপস্থিত ছিলেন, শাহাবাদ ইউনিয়ন জামায়াতের আমির হাসান আলী,শাহাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুর বিশ্বাস, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শাহাবাদ ইউনিয়ন জামায়াতের আমির হাসান আলী বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে ঝড়সহ শিলাবৃষ্টি হয়। এত কৃষকের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়। আবারও যেকোনো সময় ঝড়সহ শিলাবৃষ্টিতে দরিদ্র কৃষকের ধানের বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য আআমাদের নেতাকর্মীরা দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে।”
তিনি আরও বলেন, ‘‘আমাদের জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্দেশে জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়নের অসুস্থ, দরিদ্র-অসহায় কৃষক যাদের শ্রমিক দিয়ে জমির ধান কেটে ঘরে তোলা সম্ভব নয়। আমাদের সংগঠনের নেতাকর্মীরা তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।”
ঢাকা/শরিফুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত র ন ত কর ম র দর দ র
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ