চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হাসপাতাল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত ইয়াসিন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন বলে জানা গেছে।

পটিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন হাসপাতাল এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী। 

পটিয়া হাইওয়ে থানা পুলিশের (ওসি) মোহাম্মদ জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ