চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Published: 3rd, May 2025 GMT
চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় মো. ইয়াসিন (৪০) প্রকাশ কালু সওদাগর নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হাসপাতাল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত ইয়াসিন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পটিয়া ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হরিণখাইন হাসপাতাল এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরোহী।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের (ওসি) মোহাম্মদ জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’
ব্রিটিশ শেফ শন কেনওয়ার্দি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত মেন্যু কার্ডগুলো সংগ্রহ করেছেন এবং বেশ কিছু রেসিপি নিয়ে গবেষণাও করেছেন। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি ছিলো নারকেল চিংড়ি বা চিংড়ি মালাইকারি। স্বাদে-গন্ধে ভরপুর এই রেসিপি নিজেই তৈরি করে নিন।
উপকরণ
চিংড়ি: ১ কেজি
নারকেলের দুধ: ৩ কাপ
নারকেল বাটা: ১ কাপ
পেঁয়াজ কুচি: ১ কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
ঘি: ১ কাপ
ধনে গুঁড়া: ২ চা-চামচ
মরিচ গুঁড়া: ২ চা-চামচ
তেজপাতা: ২টি
এলাচ: ৩-৪টি
দারুচিনি: ২ ইঞ্চির ১টি
লবঙ্গ: ৩-৪টি
আস্ত ছোট পেঁয়াজ: ৮ টি
লেবুর রস: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ: ৮টি
চিনি: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো।
প্রথম ধাপ
আরো পড়ুন:
আপেল দিয়ে চা বানিয়েছেন? তিন ধাপে বানিয়ে নিন আপেলের চা
বৃষ্টি এলেই কেন খিচুড়ি রান্না করা হয়?
প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লেজসহ এক পাশে রেখে দিন।
দ্বিতীয় ধাপ
এ পর্যায়ে চুলায় কড়াই গরম করে নিন। তাতে এক কাপ ঘি ঢেলে দিন। ঘি গরম হয়ে এলে একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা ছেড়ে দিন। পেঁয়াজ সামান্য লাল হয়ে এলেই ৩ কাপ পানি দিয়ে দিন। এরপর কিছু সময় জ্বাল দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এলাচি, দারুচিনি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, ধনে, জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে দিন। তারপর আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প অল্প নারকেলের পানি দিয়ে কষিয়ে নিতে পারেন।
তৃতীয় ধাপ
তরকারি থেকে তেল এবং মসলা আলাদা হয়ে এলে এতে নারকেল বাটা দিয়ে অল্প কষিয়ে নিন। কষানো মসলার মধ্যে আস্ত পেঁয়াজ ও চিংড়ি ছেড়ে দিয়ে ২ মিনিট ভালো করে কষান।
চতুর্থ ধাপ
শেষ পর্যায়ে এসে নারকেলের ঘন দুধ দিয়ে দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। সুগন্ধ ঠিক রাখার জন্য মাঝারি আঁচে রান্না করুন। ২ মিনিট পরেই ঢাকনা খুলে তাতে স্বাদমতো লবণ, চিনি এবং লেবুর রস দিয়ে দিন। ব্যাস, পরিবেশনের জন্য রেডি চিংড়ির মালাইকারি।
ঢাকা/লিপি