আরবি ভাষার রূপ মোট তিনটি। ধ্রুপদি আরবি, আধুনিক লেখ্য আরবি ও আধুনিক কথ্য বা চলতি আরবি। ধ্রুপদি আরবি ষষ্ঠ শতক থেকে প্রচলিত ও এটিই কোরআনের ভাষা। ইতিহাসে কোরআনের আরবি বা ধ্রুপদি আরবির কবিদের অস্তিত্ব পাওয়া যায়। কবি আল-মুতানাব্বি ও ইবনে খালদুন ধ্রুপদি আরবির বিখ্যাত কবি ছিলেন। আধুনিক লেখ্য আরবিতে আধুনিক শব্দ যোগ হয়েছে ও অতি প্রাচীন শব্দগুলি বর্জন করা হয়েছে, কিন্তু এ সত্ত্বেও ধ্রুপদি আরবির সঙ্গে এর পার্থক্য খুব বেশি নয়।

সমাজে আল্লাহ্ সচেতন এমন অনেক মানুষ রয়েছেন যারা সরাসরি কোরআন পড়ে বুঝতে চান; কোরআনকে সরাসরি বুঝে বুকে ধারণ করতে চান; কোরআনের আলোয় আলোকিত হয়ে জীবন গড়তে চান। তাদের জন্য খুব সহজে কোরআন বোঝার পাঁচটি কৌশল নিয়ে আলোচনা করা হলো:

 ১.

কোরআনের মধ্যে ব্যস্ত থাকুন

কোরআনের মধ্যে নিজেকে বেশি ব্যস্ত রাখার চেষ্টা করুন। সবার আগে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে শিখুন। যথাসম্ভব বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত মানুষের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে তোলে। আমরা যদি কোরআনের মধ্যে নিজেদের ব্যস্ত রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে রহমত ও করুণা পাব। তিনি কোরআন বোঝায় আমার আগ্রহ বৃদ্ধি করবেন।

আরও পড়ুনস্বজাতিকে বাঁচাতে চাইল যে কাঠমিস্ত্রি১৬ এপ্রিল ২০২৫

২, শব্দার্থ জানুন

শব্দের অর্থ জানার মাধ্যমে কোরআনকে বুঝতে চেষ্টা করুন। কোরআনে কতগুলো শব্দ আছে জানেন? পুনরাবৃত্তিসহ কোরআনে মোট ৭৭,৪৩৯টি শব্দ আছে (আবদুল ফাত্তাহ মুহাম্মাদ মুহাম্মাদ সালামাহ, আদওয়াউন আ’লাল কোরআন করিম-বালাগাতুহু ওয়া ই’জাযুহূ, মদিনা বিশ্ববিদ্যালয়: সৌদি আরব, ১৯৮০ খ্রিষ্টাব্দ, পৃ. ৪)।

তার মধ্যে ৬০টি শব্দ পুরো কোরআনের শব্দভান্ডারের অর্ধেক। ২৫০টি শব্দ যা পুরো কোরআনের ৭০ ভাগ। বাকি ৩০ ভাগ শব্দ ধীরে ধীরে সারা জীবনভর পড়তে পড়তে চলতে ফিরতে জানতে পারবেন। শুধু সুরা ফাতিহায় ব্যবহৃত শব্দগুলো কোরআনে এসেছে ৭,৫০০ বার। সুরা ফিলে আছে ৩৭টি নতুন শব্দ, কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে ২১,৬২৬ বার, যা কোরআনের মোট শব্দের ২৭.৯২ (সাতাশ দশমিক বিরানব্বই) ভাগ।

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত আল্লাহ্‌, আদম, নবী, রাসুল, দুনিয়া, আখিরাত ও সালাত ইত্যাদি, নামাজে নিত্যদিন পঠিত ছয়টি ছোট সুরা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদির মতো সাধারণত ব্যবহৃত জিকির এবং চারটি অধিকতর ব্যবহৃত দোয়ার শব্দ জানি তাহলেই আমাদের জানা হয়ে যাবে প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) শব্দ, যা পুরো কোরআনের অর্ধেকের বেশি।

আরও পড়ুনজিভের জড়তা কাটাতে মুসা (আ.) যে প্রার্থনা করেছিলেন০৮ এপ্রিল ২০২৫

৩. ব্যাকরণ শিখুন

কোরআনের আরবি ব্যাকরণ জানার মাধ্যমে কোরআন বুঝুন। আরবি শেখা আর কোরআনের আরবি শেখা এক জিনিস নয়। কোরআন বুঝতে হলে মাত্র বারো থেকে পনেরটি আরবি ব্যাকরণের বিষয় জানলেই কোরআনের আরবির বেসিক জানা হয়ে যাবে আপনার।

৪. তিলাওয়াত শুনুন

বেশি বেশি কোরআন তিলাওয়াত শুনুন। নিজের একান্ত সময়গুলো কোরআনের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। এতে করে কোরআন আপনার অনেক আপন হয়ে যাবে। আপনি কোরআনের অনেক কাছাকাছি চলে যাবেন। কোনো অনুবাদের ওপর নির্ভরশীল না হয়ে প্রথমে নিজে নিজে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। তারপর ভালো কোনো অনুবাদ ও ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে নিন। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, কোরআনই আপনাকে বাকি পথ দেখিয়ে দেবে। 

আরও পড়ুনযাঁর নামে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে০৮ এপ্রিল ২০২৫

৫.  আল্লাহর সাহায্য প্রার্থনা করুন

কোরআন বোঝার পথে আল্লাহর সাহায্য চাওয়া অন্যতম কৌশল। এটি নবী (সা.)-এর শেখানো পদ্ধতি। সকল কাজে আল্লাহ্‌র সাহায্য চাইতে হবে। বেশি বেশি দোয়া করুন, যেন আল্লাহ আপনার জন্য কোরআনকে আরও সহজ করে দেন।

 মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আরবি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনকোরআনের মাধ্যমে জীবন সমৃদ্ধ করার ৭ উপায়১৭ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক রআন র আরব ক রআন র ম ক রআন ব ঝ ব যবহ ত ধ র পদ আল ল হ আরব র

এছাড়াও পড়ুন:

কোরআন বোঝা কি কঠিন

মুসলিমদের জীবন বিধানের সকল মূলনীতি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আর তোমার ওপর যে কিতাব (কোরআন) নাজিল করা হয়েছে ‎তাতে রয়েছে সকল বিষয়ের বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।’ (সুরা নাহল, আয়াত: ৮৯)

দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের মুসলিমদের কোরআন দেখে শুদ্ধ করে পড়ার প্রতি গুরুত্ব থাকলেও ইসলামি জীবন বিধানের মৌলিক উৎস কোরআন বোঝার ব্যাপারে অধিকাংশ মুসলিমই উদাসীন। অনেকে ভাবেন, অধিকাংশ মানুষ বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, সেখানে কোরআনের মর্মার্থ অনুধাবন নিয়ে কথা বলতে যাওয়া একটি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। অথচ কোরআন বোঝা কঠিন কিছু নয়, সহজ।

কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। এর শব্দবিন্যাস, ছন্দ, সৌন্দর্য, ব্যঞ্জনা, অন্তর্নিহিত শক্তি ও গভীরতা নিঃসন্দেহে অতুলনীয়। তবে কোরআন যেহেতু দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্যই নাজিল হয়েছে, সেহেতু সমগ্র মানবজাতির জন্য কোরআনকে সহজ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা ক্বমার, আয়াত: ১৭,২২,৩২ ও ৪০)

আরও পড়ুনতাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত২৩ এপ্রিল ২০২৫

সুতরাং আল্লাহ যেখানে কোরআনকে সহজ করে দিয়েছেন এবং বারবার বলেছেন সহজ; সেখানে কোরআন বোঝা সহজ নয়—এ কথা নিতান্ত অবান্তর। মনে রাখবেন, ‘আল-কোরআন কঠিন’—এটা শয়তানের ধোঁকা!

তাফসিরে সাদিতে এসেছে, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব আছে কি উপদেশ গ্রহণকারী কেউ? অর্থাৎ, আমি এই মহাগ্রন্থ আল-কোরআনকে অনেক সহজ করেছি; শব্দগুলোকে সহজ করেছি বিশুদ্ধ তিলাওয়াত ও মুখস্থ করার জন্য, আর তার অর্থকে সহজ করেছি বুঝে পড়া ও জ্ঞানার্জনের জন্য। কারণ, কোরআন হলো শব্দগত দিক থেকে সবচেয়ে সুন্দরতম বাণী ও অর্থগত দিক থেকে ধ্রুব সত্য এবং ব্যাখ্যাগত দিক থেকে সবচেয়ে স্পষ্ট। সুতরাং যে কেউই কোরআনের দিকে এগিয়ে আসে আল্লাহ্‌ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাকে সর্বোচ্চ সহজ করে দেন (তাঁর লক্ষ্য তিলাওয়াত হোক, হিফজ করা হোক, বোঝা হোক কিংবা ব্যাখ্যা করা হোক) এবং কোরআনের পথকে তাঁর জন্য সুগম করে দেন (আবদুর রহমান বিন নাসির বিন আবদুল্লাহ আস-সাদি, তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরি কালামিল মান্নান, মুয়াসসাসাতুর রিসালাহ: বৈরুত, ২০০২ খ্রি., পৃ. ৮২৫-৮২৬)।

আরও পড়ুন‘আত-তাহিয়্যাতু’র মর্মবাণী কী১১ এপ্রিল ২০২৫

কোরআনকে কেন সহজ করা হয়েছে

কোরআনের ভাষাকে সহজ করা হয়েছে উপদেশ গ্রহণে সহজতার জন্য। যেমন, আল্লাহ বলেছেন, ‘আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে এরা উপদেশ গ্রহণ করে।’ (সুরা আদ-দুখান, আয়াত: ৫৮)

আবার চিন্তা-ভাবনা ও গবেষণা করার জন্য কোরআন সহজ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ‘তবে কি এরা কোরআন সম্বন্ধে মনোযোগ সহকারে চিন্তা করে না? নাকি এদের অন্তর তালাবদ্ধ?’ (সুরা মুহাম্মাদ, আয়াত: ২৪)

সুতরাং এটি স্পষ্ট যে, কোরআনকে সহজ করা হয়েছে পড়া, মুখস্থ করা ও বোঝার জন্য। যে কেউই কোরআন বোঝার জন্য এগিয়ে আসবে, আল্লাহ্‌ তাঁর সহায় হবেন। আর কোরআন বুঝে পড়া কঠিন এ কথা বলাই যাবে না। পাশাপাশি কোরআনের ভাষা আরবি কঠিন, এ কথাও বলা যাবে না। কারণ আল্লাহ্‌ বলে দিয়েছেন তিনি কোরআনের ভাষা আরবিকে সহজ করেছেন, মানুষ যেন কোরআন থেকে সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে।

মুহাম্মাদ মুহসিন মাশকুর: খণ্ডকালীন শিক্ষক, আরবি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনসুরার অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসে না ২০ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কোরআনের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক কল্যাণ অর্জন সম্ভব
  • কুরআনের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক কল্যাণ অর্জন সম্ভব
  • কোরআন বোঝা কি কঠিন