ঋণের প্রলোভনে ৮২ লাখ টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ২
Published: 3rd, May 2025 GMT
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র পালিয়ে গেছে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার বাসিন্দা তাসলিমা আক্তার (৩৫)।
শনিবার (৩ মে) বিকালে র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার চুরখাই থেকে মো.
আরো পড়ুন:
তিয়ানশির জালে কুমিল্লার শিক্ষার্থীরা, স্বপ্ন দেখিয়ে প্রতারণা
প্রজ্ঞাপন প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা
র্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তারসহ বেশ কয়েকজন ফুলবাড়িয়া উপজেলায় জনশক্তি নামক ঋণ প্রদানকারী সংস্থার নামে অফিস খুলে মানুষের কাছ থেকে টাকা তুলতে থাকেন। তারা জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে ১ হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করেন। পরে ঋণ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। পরে তারা জানান, মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেবেন। গত ২৪ এপ্রিল সকালে অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান।
এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ী এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র্যাব কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
ঢাকা/মিলন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
‘বিএনপিকে ল্যাং মারতে গিয়ে নিজেদের ঠ্যাং যেন না ভেঙে যায়’
একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে। বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করলেও তারা এখন বিএনপিকে ল্যাং মারতে সচেষ্ট। জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৫ বছর আন্দোলন বা জুলাই-আগস্টে রক্ত দেয়নি। বিএনপিকে ল্যাং মারতে গিয়ে গণতন্ত্রের ক্ষতি করলে জনগণ ক্ষমা করবে না। বিএনপিকে ল্যাং মারতে গিয়ে নিজেদের ঠ্যাং যেন না ভেঙে যায়।
আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচিত শাসন ও গণতন্ত্র ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা বা তাঁর সমস্যার সমাধান হবে না। বিগত ১৫ বছর হাসিনার ফ্যসিবাদবিরোধী আন্দোলনসহ জুলাই-আগস্টে গণ–অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। গণ–অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে। জনগণের রায়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে।
ময়মনসিংহ রেলস্টেশনের কৃষ্ণচড়া চত্বরে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশের পর একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে জনগণ অধৈর্য হয়ে পড়লে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না। তিনি আরও বলেন, ‘বিএনপি শ্রমিক, কৃষক, মেহনতিবান্ধব রাজনৈতিক দল। বিএনপি মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন। সে পরিচয়ে আমরাও গর্বিত, অমরা একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী, আমরাও শ্রমিক।’