ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র পালিয়ে গেছে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার বাসিন্দা তাসলিমা আক্তার (৩৫)।

শনিবার (৩ মে) বিকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার চুরখাই থেকে মো.

সাজেদুল ইসলাম ও ওই দিন রাতেই ঈশ্বরগঞ্জ থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

তিয়ানশির জালে কুমিল্লার শিক্ষার্থীরা, স্বপ্ন দেখিয়ে প্রতারণা

প্রজ্ঞাপন প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা

র‌্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তারসহ বেশ কয়েকজন ফুলবাড়িয়া উপজেলায় জনশক্তি নামক ঋণ প্রদানকারী সংস্থার নামে অফিস খুলে মানুষের কাছ থেকে টাকা তুলতে থাকেন। তারা জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে ১ হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করেন। পরে ঋণ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। পরে তারা জানান, মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেবেন। গত ২৪ এপ্রিল সকালে অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান। 

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ী এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

ঢাকা/মিলন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল

মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫

জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।

২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।

সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২