রাজশাহীতে বিএনপির বিরুদ্ধেই বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় নগরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘দখলদার, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও ভূতপূর্ব আওয়ামী লীগারদের সমন্বয়ে গঠিত মহানগর, থানা, ওয়ার্ড কমিটি বাতিল, নিয়মবহির্ভূত শোকজ ও বহিষ্কার এবং মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম অহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর করা আসামিদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে’ এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ বিভিন্ন থানা বিএনপির সাবেক সভাপতিরা অংশ নেন। সমাবেশে তারা বলেন, ‘‘মহানগর বিএনপির বর্তমান কমিটি বিতর্কিতদের নিয়ে থানা বিএনপির কমিটি গঠন করেছে।’’ 

আরো পড়ুন:

জনগণের অনুমতি ছাড়া করিডোর নয়: টুকু

খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

তাদের অভিযোগ, নগরের রাজপাড়া থানা বিএনপির নেতাদের মদদে গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। কিন্তু এখন পর্যন্ত মহানগর বিএনপি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা বলেন, ‘‘যারা কর্মসূচি পালন করেছেন, তারা বিএনপির কে? তারা কখনো খোলা আকাশের নিচে কমিটি করেছেন? কোনোদিনই করেননি। তারা কমিটি করতেন গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।’’ 

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র ব

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ