বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “পানি কখনো অস্ত্র হতে পারে না, একমাত্র ভারতই দেখিয়ে দিল কিভাবে পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। উজানের পানি আটকে রেখে তারা তিস্তা তীরবর্তী মানুষের জীবন নিয়ে খেলছে, যা আর চলতে দেওয়া যাবে না।”

রবিবার (৪ মে) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এই সমাবেশ ও গণপদযাত্রার আয়োজন করা হয়। 

মির্জা আব্বাস বলেন, “আমরা চোখের জলে কারো কাছে কিছু চাইব না, করুণা বা ভিক্ষাও না। এখন থেকে আমরা আমাদের প্রাপ্য হিস্যার পানি চাই। ভারতকে তা আজ নয়তো কাল দিতেই হবে। তিস্তার অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আরো পড়ুন:

বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

তিনি আরো বলেন, “আমরা এখন এমন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি, যারা জনগণের অধিকার বুঝবে এবং তা আদায়ে কার্যকর পদক্ষেপ নেবে।”

বিগত সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তিস্তা নিয়ে মানুষকে শুধু আশ্বাস দিয়েছেন, তিনি কোনো কিছুই বাস্তবায়ন করেননি। তিস্তা নিয়ে আবেগের রাজনীতি করেছে সরকার।”

সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু।

সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে একটি বিশাল গণপদযাত্রা বের হয়, যা জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। গণপদযাত্রা ও সমাবেশে পাঁচ জেলার প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ নদ

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ