Risingbd:
2025-09-23@09:32:56 GMT

সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ

Published: 5th, May 2025 GMT

সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের বিজয়ী পবনদীপ। সোমবার (৫ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে আহমেদাবাদে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় এই গায়ক। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

আহত পবনদীপকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা করেন কর্তব্যরত ডাক্তাররা। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, পবনদীপনের পরনের জামাকাপড় কাটছেন চিকিৎসকরা। তার বাঁ পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে। অনেকটা অচেতন পবনদীপের বাঁ হাতে ক্যানোলা লাগানো। তবে এর চেয়ে বেশি তথ্য এখনো জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হন ভারতের উত্তরখন্ডের পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন।

আরো পড়ুন:

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সম্পন্ন হলো জুবিন গার্গের শেষকৃত্য

মৃত্যুর পাঁচ দিন পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের। আসামের কামারকুচি এনসি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়৷ 

জুবিন ছিলেন নিঃসন্তান। তার মুখে আগুন দিলেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। আসাম পুলিশ গান স্যালুট জানান এই বিখ্যাত গায়ককে।

আরো পড়ুন:

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমক

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া

এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। লাখ লাখ অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। চন্দন কাঠে সাজানো চিতায় তোলা হয় গায়কের দেহ৷ পুরোহিতদের মন্ত্রোচ্চারণে চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় আসাম ৷

সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং আসাম গণপরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, ‘‘কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গার্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষে।’’ 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অতুল বোরার মন্তব্য, “জুবিন গার্গের পরিবারের সঙ্গে কথা বলেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। পুরো আসামের মানুষ জুবিনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জুবিনের বিপুল জনপ্রিয়তার জন্যেই আসামের পাশাপাশি পুরো দেশের মানুষ এখানে এসেছেন।”

এদিকে প্রয়াত গায়কের শেষ স্মৃতি আঁকড়ে রাখতে তার পায়ের ছাপ নিয়ে মোম দিয়ে পাদুকা তৈরি করেছেন শিল্পী দিগন্ত ভারতী। নেটপাড়ার ভাইরাল সেই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, ‘‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ