লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকালে দেশে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার ফিরে আসাকে কেন্দ্র করে বাসভবন ফিরোজা ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাসভবন ফিরোজার সামনে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত আছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের। 

বিমানবন্দর থেকে তিনি সড়কপথে সরাসরি তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন।

ঢাকা/রায়হান/এস 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

চিকিৎসা শেষে চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হাজারো নেতা-কর্মীর ঢল নেমেছে।

বিমানবন্দর সড়ক থেকে খালেদা জিয়ার বাসভবন ‌‌‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুধারে অপেক্ষা করছেন দলটির নেতা-কর্মীরা। এই নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ ও বিএনপির পতাকা। এর পাশাপাশি রয়েছে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার। খালেদা জিয়া ও জোবাইদা রহমানকে স্বাগত জানিয়ে এসব বর্ণিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তারা। সেইসঙ্গে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন।

জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী
  • খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল
  • স্লোগানে মুখর বিমানবন্দর থেকে ‘ফিরোজা’
  • দেশে ফিরলেন খালেদা জিয়া, সঙ্গে ২ পুত্রবধূ
  • খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল
  • জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন
  • পাথরখেকো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
  • রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রীর সন্ধান চেয়ে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন
  • মাওলানা রঈস হত্যা: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ