সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করেন।

এর আগে, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “প্রস্তাবিত নতুন আইনে আগের আইনের নিবর্তনমূলক ৯টি ধারা বাদ দেওয়ার কথা বলা হয়েছে, যেগুলোর আওতায় আগের আইনের ৯৫ শতাংশ মামলাই দায়ের হয়েছিল। এই ধারাগুলো বাতিল হলে সেগুলোর অধীনে করা মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে।”

আরো পড়ুন:

ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তনসহ আইনে বেশ কিছু সংশোধনী আসছে: আসিফ নজরুল

সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত

উপ-প্রেস সচিব বলেন, “নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য কোনো অপরাধের জন্য পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের বিধান থাকছে না। এটি সাংবাদিকদের হয়রানি হ্রাসে বড় অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরো বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। নতুন আইন কার্যকর হলে দেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে তা সহায়ক হবে।”

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড জ ট ল আইন উপদ ষ ট আইন র

এছাড়াও পড়ুন:

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে খিলগাঁওয়ের রসুলবাগ এলাকায় শিহাবুল ইসলাম (২৪) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিহাবুলের বড় বোন উম্মে সাইমা প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। একটি সেমিস্টারে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা থেকে তিনি উদ্বেগে ছিলেন। এর জেরে আত্মহত্যা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে খিলগাঁওয়ের উত্তর গোড়ানের নবীনবাগ এলাকায় সামিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মাহমুদ প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সামিয়াকে পরিবারের সদস্যরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এর আগে গতকাল যাত্রাবাড়ীর কাজলার ভাঙা এলাকার মাদবর গলির একটি বাসা থেকে প্রিয়ন্তী সরকার (১৪) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লেখাপড়া নিয়ে শাসন করায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

সম্পর্কিত নিবন্ধ