হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। রবিবার হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছিল। ওই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর হুতি রাজধানীর বিমানবন্দরটি এখন ‘সম্পূর্ণরূপে অচল।’

আইডিএফ জানিয়েছে, বিমানবন্দরটি হুতিরা ‘অস্ত্র ও কর্মীদের স্থানান্তরের জন্য ব্যবহার করত এবং সন্ত্রাসী উদ্দেশ্যে হুতি সরকার নিয়মিতভাবে এটি পরিচালনা করে।’

বিমানবন্দরে হামলার আগে আইডিএফ সানার বেসামরিক নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছিল।

আইডিএফ জানিয়েছে, তারা সানার কাছে হুতিদের ব্যবহৃত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া রাজধানীর উত্তরে একটি সিমেন্ট কারখানাও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা অবকাঠামো এবং টানেল নির্মাণে ব্যবহৃত হত।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ