পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার গভীর রাতে ভারতের ব্যাপক বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

এর আগে তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। 

আরো পড়ুন:

‘সাদা পতাকা উত্তোলন করেছে ভারত’

ভারতের অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

এক বিবৃতিতে ভারতীয় সেনবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সামনের গ্রামগুলোতে ভারী মর্টার শেলিং করেছে।

ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, পুঞ্চের কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোট, রাজৌরি জেলার লাম, মাঞ্জাকোট এবং গম্বীর ব্রাহ্মণা থেকে গোলাগুলি চালানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে। 

এদিকে মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ আটজন নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ।

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ