ভারত গতকাল মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের ছয় শহরে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার ভোর থেকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ভারত–পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে উড়ানসংক্রান্ত সিদ্ধান্তগুলো বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থাগুলো ‘যাত্রীর সুবিধার্থে’ এসব বিবৃতি জারি করেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোনো উড়োজাহাজ উড়বে না। কোনো উড়োজাহাজ নামবেও না।

আজ সকালেই এয়ার ইন্ডিয়া এক্সে বিবৃতি দিয়ে জানায়, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়গামী সব উড়োজাহাজ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। কারণ হিসেবে ‘বিদ্যমান পরিস্থিতি’র কথা বলা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে নামানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও আলাদা বিবৃতি জারি করে বহু উড়োজাহাজ বন্ধের কথা জানিয়ে যাত্রীদের বলেছে, বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা যেন উড়ান পরিস্থিতি সম্পর্কে জেনে নেন।

একইভাবে স্পাইসজেটও উড়ান বাতিলের কথা জানিয়েছে। সেই সঙ্গে তারা জানিয়েছে, অমৃতসর, জম্মু, শ্রীনগর, লেহ ও ধর্মশালা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রী পরিষেবা ব্যাহত হবে।

ইন্ডিগো সংস্থা জানিয়েছে, উত্তর ভারতের শ্রীনগর, লেহ, ধর্মশালা, শ্রীনগর, জম্মু, চণ্ডীগড় থেকে আসা–যাওয়া করে—এমন সব উড়োজাহাজ অনির্দিষ্টকাল বন্ধ রাখা হচ্ছে। রাজস্থানের যোধপুর ও বিকানিরেও আপাতত তাদের কোনো বিমান চলাচল করবে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর স থ ত শ র নগর

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ