ভারতে সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল
Published: 7th, May 2025 GMT
ভারত গতকাল মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের ছয় শহরে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার ভোর থেকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ভারত–পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে উড়ানসংক্রান্ত সিদ্ধান্তগুলো বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থাগুলো ‘যাত্রীর সুবিধার্থে’ এসব বিবৃতি জারি করেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোনো উড়োজাহাজ উড়বে না। কোনো উড়োজাহাজ নামবেও না।
আজ সকালেই এয়ার ইন্ডিয়া এক্সে বিবৃতি দিয়ে জানায়, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়গামী সব উড়োজাহাজ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। কারণ হিসেবে ‘বিদ্যমান পরিস্থিতি’র কথা বলা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে নামানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও আলাদা বিবৃতি জারি করে বহু উড়োজাহাজ বন্ধের কথা জানিয়ে যাত্রীদের বলেছে, বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা যেন উড়ান পরিস্থিতি সম্পর্কে জেনে নেন।
একইভাবে স্পাইসজেটও উড়ান বাতিলের কথা জানিয়েছে। সেই সঙ্গে তারা জানিয়েছে, অমৃতসর, জম্মু, শ্রীনগর, লেহ ও ধর্মশালা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রী পরিষেবা ব্যাহত হবে।
ইন্ডিগো সংস্থা জানিয়েছে, উত্তর ভারতের শ্রীনগর, লেহ, ধর্মশালা, শ্রীনগর, জম্মু, চণ্ডীগড় থেকে আসা–যাওয়া করে—এমন সব উড়োজাহাজ অনির্দিষ্টকাল বন্ধ রাখা হচ্ছে। রাজস্থানের যোধপুর ও বিকানিরেও আপাতত তাদের কোনো বিমান চলাচল করবে না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়াকে কারাগারে ফুড পয়জনে হত্যার চেষ্টা করা হয়েছিল: পিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি অবস্থায় ছিলেন। তিনি কারাগারের অভ্যন্তরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা হয়নি। ডাক্তাররা বার বার তাকে বিদেশ পাঠানোর চেষ্টা করেছেন উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। কারাগারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে ফুড পয়জনে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু কোন ষড়যন্ত্র কাজ হয়নি। মহান আল্লাহ তাআলা এখনো উনাকে বাঁচিয়ে রেখেছেন।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, “আমাদের নেত্রীকে তত্বাবধায়ক সরকারের আমলে বিদেশ যেতে বলা হয়েছিল। কিন্তু নেত্রী বলেছিলেন, এই দেশ ছাড়া অন্য কোন জায়গায় আমাদের ঠিকানা নেই। তিনি দেশেই ছিলেন। শেখ হাসিনা তখন বিদেশে গিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করেছেন। দেশে ফিরে সেই ষড়যন্ত্র বাস্তবায়িত করে ক্ষমতায় বসেছিলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের কাছে তুলে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের ইজ্জত অন্যের কাছে বিক্রি করে দিয়ে ক্ষমতা চাননি।”
তিনি আরও বলেন, “এই ১৭ বছর আমাদের নেত্রী বেগম খালেদা ও দেশ নায়ক তারেক রহমান সংগ্রাম করেছেন এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার জন্য, এই দেশের মুসলমানদের মান ইজ্জত সম্মান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। আজ সেই কাজের ফসল হিসেবে আমরা মুক্তি লাভ করেছি।”
সমাবেশে ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা/কাওছার/এস