পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ইস্ট অ্যান্ড মে ডে র‍্যালি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ।

জানা যায়, যুক্তরাজ্যে বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে এই মহান মে দিবসের অনুষ্ঠান করে যাচ্ছে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সলিসিটর শাহরিয়ার বিন আলী। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বৃটেনের ট্রেড ইউনিয়ন আর এম টির সভাপতি অ্যালেক্স গর্ডন, প্রখ্যাত বামপন্থী ইংরেজি দৈনিক মর্নিংস্টারের প্রধান সম্পাদক বেন চাকো, জুইস সোশ্যালিস্ট গ্রুপের নেতা ও বিখ্যাত লেখক ডেভিড রোজেনবারগ এবং মাইগ্রেন্ট ভয়েসের ডিরেক্টর নাজেক রামাদান প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশি বামপন্থী নেতাদের মধ্যে বক্তব্য দেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি অ্যাড.

আবেদ আলী আবিদ, বাসদ (মার্ক্সবাদী) নেতা মোস্তফা ফারুক, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সহ-সভাপতি ড. আখতার সোবহান খান মাসরুর, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক সেলিনা শফি, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, নিজর মানুষের তাসনিমা উদ্দিন প্রমুখ। এছাড়া বাসদ নেতা হুমায়ূন খান উপস্থিত থেকে নিজ দলের পক্ষে সংহতি জানান।

এ সময় গণ সংগীত পরিবেশন করে ঐতিহ্যবাহী বামপন্থী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের শিল্পীরা। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিশুশিল্পীরা এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ।

সভায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতিকরণ, ইমিগ্রেশন ব্যবস্থা সহজ ও অভিবাসীবান্ধব করা, স্কিল ক্যাটাগরির আওতায় ভিসা প্রার্থীদের দালালমুক্ত ও প্রতারনামুক্ত করার লক্ষ্যে স্কিল ভিসা প্রার্থীদের স্পন্সর-ফ্রি করা, ভিসা ফিস ও ভিসা-বর্ধিতকরণ ফিস কমানো, আবাসন সমস্যার সমাধান, প্রাইভেট বাড়িওয়ালাদের জন্য ভাড়ার উচ্চতর স্তর নির্ধারণ করে দেওয়া, এনএইচএস-এর প্রাইমারি কেয়ার সহজ করা, বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলা, যুদ্ধমুক্ত সমতার বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক সহ সাধারণ মানুষের জোরদার ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া বাংলাদেশে কৃষি শ্রমিক, চা-শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরী, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণের আন্দোলন, ট্রেড ইউনিয়ন করার আন্দোলনের প্রতি এই সভা থেকে জোরদার সংহতি প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ম দ বস অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি

কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা ও নির্বাচনের প্রচার–প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচনে পেশিশক্তির ব্যবহার বন্ধ করে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দ্রুত গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামে ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবিগুলো উঠে আসে। বক্তারা আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে সংসদীয় আসনে নারী আসন বৃদ্ধি, যুব প্রতিনিধিত্ব বাড়ানো, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষার সুপারিশ করেন।

কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে জেলা পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের নেতৃত্বে সুশীল প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’ এ বৈঠকের আয়োজন করে। এ আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।

বিএনপির ৩১ দফায় নারীর ক্ষমতায়ন ও নারীর মর্যাদার কথা বলা আছে উল্লেখ করে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বৈঠকে বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের দল নারীদের জন্য সংরক্ষিত আসনের পাশাপাশি দলীয় মনোনয়নে নারীদের জন্য সুযোগ রাখবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও যুবসমাজের প্রতিনিধি আরও বাড়ানো হবে।’

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে

সম্পর্কিত নিবন্ধ

  • শিগগিরই প্রশাসকরা দায়িত্ব নেবে ৫ ব্যাংকের
  • চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি
  • চারটি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাগপা
  • নারীদের আসন বাড়ানো, সবার অংশগ্রহণ নিশ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার দাবি