পেকুয়ায় ‘হিটস্ট্রোকে’ তরুণের মৃত্যু
Published: 7th, May 2025 GMT
কক্সবাজারের পেকুয়া উপজেলায় গরমে অসুস্থ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হিটস্ট্রোকে ওই তরুণ মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম মো. রাশেদ ( ১৮)। তিনি উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে। বাড়ির উঠানে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত গরমে ওই তরুণ হিটস্ট্রোক করেছেন। তাঁকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর পর রাশেদের মৃত্যু হয়েছে।’
জানতে চাইলে কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আজ কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার