বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার রাজধানীর প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাঁদের ৮ মে হাজির হতে বলা হয়েছে। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তাঁর ধানমন্ডি ও টুঙ্গিপাড়ার ঠিকানায়। অন্যদের চিঠিও নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদকের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে তিনটি বিমানবন্দরের চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

এ অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মো.

মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলে আছেন সহকারী পরিচালক আফনান জান্নাত, মুবাশ্বিরা আতিয়া, এস এম রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।

তদন্তের আওতায় আরও রয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মহিবুল হক, যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ আটজন সাবেক কর্মকর্তা।

মাহবুব আলী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক পলাতক বলে জানা গেছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধেও হত্যা ও গুমের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনিও পলাতক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ত র

এছাড়াও পড়ুন:

এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্য শুরু ২০ জানুয়ারি

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালত মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আগামী ২০ জানুয়ারি।

ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আরও পড়ুনএস কে সুরের স্বর্ণালংকার-অর্থ বাংলাদেশ ব্যাংকের লকারেই থাকবে২৮ জানুয়ারি ২০২৫

দুদকের পাবলিক প্রসিকিউটর শামসুদ্দিন মোহাম্মদ আবুল কালাম বলেন, গত ২৫ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। ওই দিন তাঁর উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আজ এস কে সুরকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে অভিযোগপত্র সংক্ষেপে পড়ে শোনান। এরপর বিচারক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন।

গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

আরও পড়ুনসাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদকের মামলা২৩ ডিসেম্বর ২০২৪

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ অক্টোবর আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য দুদকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী, ২১ কর্মদিবস অর্থাৎ ২৫ নভেম্বর পর্যন্ত সম্পদের বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী দুদক আইনের ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

আরও পড়ুনএস কে সুর চৌধুরী পরিবারের ব্যাংক লকার জব্দের আদেশ২২ জানুয়ারি ২০২৫আরও পড়ুনসাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের সম্পদ ক্রোকের আদেশ২০ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্য শুরু ২০ জানুয়ারি