হবিগঞ্জে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তরুণী গ্রেপ্তার
Published: 8th, November 2025 GMT
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্তনাথ গ্রেপ্তারের তথ্য জানান। তিনি বলেন, ‘‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’
আরো পড়ুন:
মেটার রোবট দেখতে হবে মানুষের মতো
কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।’’
ওসি দিলীপ কান্ত নাথ বলেন, ‘‘ঘটনা জানার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়।
ঢাকা/মামুন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক গ র প ত র কর ফ সব ক
এছাড়াও পড়ুন:
শ্রীপুরে বাইসাইকেল নিয়ে খেলতে বের হয়ে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ শিশু
ছবি: সংগৃহীত