আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা আবারো ভেস্তে গেছে। এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিবেশী দুই দেশের মধ্যকার আলোচনা ভেস্তে গেলো। অবশ্য দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত রয়েছে বলে শনিবার তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ইসলামাবাদ আফগানিস্তানকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করার কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। বিষয়টিকে তিনি আফগানিস্তানের ‘সামর্থ্যের বাইরে’ বলে বর্ণনা করেছেন।

তবে, তিনি বলেছেন, “যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তা এখনো পর্যন্ত আমরা লঙ্ঘন করিনি এবং এটি পালন করা হবে।”

শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, নতুন করে সীমান্ত সংঘর্ষ রোধ করার লক্ষ্যে ইস্তাম্বুলে আফগানিস্তানের সাথে শান্তি আলোচনা ভেঙে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত আফগান মাটি থেকে কোনো আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।

আফগান ও পাকিস্তানি সেনারা বৃহস্পতিবার তাদের ভাগ করা সীমান্তে সংক্ষিপ্তভাবে গুলি বিনিময় করেছিল। একই দিনে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। 

দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনী গত মাসে সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে কয়েক ডজন নিহত হয়, যা ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

ভারতের সিরিজ জয়, কোহলির পরই অভিষেক

আবারও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। আজ ব্রিসবেনে অস্ট্রেলিয়া–ভারত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই নিশ্চিত হলো ভারতের সিরিজ জয়। পাঁচ ম্যাচের সিরিজ ভারত জিতেছে ২–১ ব্যবধানে। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। এই সংস্করণে অস্ট্রেলিয়ায় একাধিক ম্যাচের সিরিজে ভারতের এটি তৃতীয় জয়। আরও দুটি সিরিজ ড্র হয়েছিল।

আজ শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছিল তারা। এরপর বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। আর শুরু করা যায়নি। খেলা থামার আগে অভিষেক শর্মা ১৩ বলে ২৩ এবং শুবমান গিল ১৬ বলে ২৯ রান করেন।

ম্যাচের বিরতিতে যশপ্রীত বুমরার (ডানে) সঙ্গে কথা বলছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

সম্পর্কিত নিবন্ধ