ভারত থেকে বাংলাদেশে জাল নোটের প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে বাড়তি টহল দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি জোরদার করছে হিলি কাস্টমস।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেছেন, সীমান্ত দিয়ে জাল নোট বাংলাদেশে প্রবেশ-সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এর পর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সেটি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকব। আমাদের পোস্ট বা অন্য কোনো জায়গা দিয়ে যদি জাল টাকা আসা-যাওয়া করে বা কেউ যদি যাত্রী হিসেবে জাল নোট নেওয়ার চেষ্টা করেন, তা আমরা প্রতিরোধ করব। এ বিষয়ে আমাদের পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। আমরা সতর্ক আছি এবং থাকব, যাতে কোনোভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে।

হিলি কাস্টমসের ব্যাগেজ শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন বলেছেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা জানতে পেরেছি, দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে জাল নোট দেশে প্রবেশ করছে। সেহেতু আমরা আইন অনুযায়ী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করছি। এ পর্যন্ত আমাদের এখানে জাল নোট ধরা পড়েনি।

তিনি বলেন, জাল নোট চেনার মেশিন এই চেকপোস্টে বসানো দরকার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। 

ঢাকা/মোসলেম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রব শ আম দ র সতর ক

এছাড়াও পড়ুন:

ভারতের সিরিজ জয়, কোহলির পরই অভিষেক

আবারও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। আজ ব্রিসবেনে অস্ট্রেলিয়া–ভারত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়াতেই নিশ্চিত হলো ভারতের সিরিজ জয়। পাঁচ ম্যাচের সিরিজ ভারত জিতেছে ২–১ ব্যবধানে। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। এই সংস্করণে অস্ট্রেলিয়ায় একাধিক ম্যাচের সিরিজে ভারতের এটি তৃতীয় জয়। আরও দুটি সিরিজ ড্র হয়েছিল।

আজ শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছিল তারা। এরপর বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। আর শুরু করা যায়নি। খেলা থামার আগে অভিষেক শর্মা ১৩ বলে ২৩ এবং শুবমান গিল ১৬ বলে ২৯ রান করেন।

ম্যাচের বিরতিতে যশপ্রীত বুমরার (ডানে) সঙ্গে কথা বলছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব

সম্পর্কিত নিবন্ধ