ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলেছে দুদেশের। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে বসবসকারী বেসামরিক জনগোষ্ঠীর ওপর গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এতে কমপক্ষে ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মীর উপত্যকার উরি ও তাংধর সেক্টরে তীব্র কামানের গোলাবর্ষণের শব্দ শোনা গেলেও, জম্মুর পুঞ্চ শহরে সবচেয়ে ভয়াবহ গোলাবর্ষণ ঘটনা ঘটেছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর প্রথমবারের মতো পাবলিক প্লেস ছাড়াও আবাসিক এবং সরকারি ভবন লক্ষ্য করে কামানের গোলা ছুড়েছে পাকিস্তান।

আরো পড়ুন:

ঠান্ডা মাথায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা মমতার

ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নিরাপত্তাজনিত শঙ্কায় বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন অঞ্চলগুলোর বাসিন্দারা। কাশ্মীরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তের কাছে থাকা অনেক বাসিন্দাকে লাসানা, সানাই এবং সাথরায় নির্ধারিত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, যদিও পাকিস্তান অতীতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলাবর্ষণ করেছে, কিন্তু সীমান্তবর্তী শহরের ভেতরে, বিশেষ করে আবাসিক এলাকায় এত গভীরে এর আগে কখনো গোলাবর্ষণ হয়নি।

পুঞ্চ জেলার গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি নরিন্দর সিং স্মৃতিচারণ করে বলেন, “২০১৯ সালে পুলওয়ামা সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর, পুঞ্চ শহরের উপকণ্ঠে বেতার নালার কাছে দুই-তিনটি পাকিস্তানি গোলা পড়েছিল।”

তিনি বলেন, “পাকিস্তানের এবারের হামলায় জম্মুতে বসবাসকারী শিখ সম্প্রদায়ের কমপক্ষে পাঁচজন সদস্য নিহত হয়েছেন এবং স্থানীয় গুরুদ্বার সিং সভার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের হামলায় নিহত ১১ জনের মধ্যে দুই নারী ও চার শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে রয়েছে দুই বোন জোয়া খান (১৪) এবং জয়েন খান (১২)। কালানি গ্রামে পাকিস্তানের গোলা তাদের বাড়িতে পড়লে তারা নিহত হন। তাদের বাবা রমিজ খান আহত হন।

সিন্ডিকেট চকে এলাকায় দুই প্রতিবেশী দোকানদার- ৫৫ বছর বয়সী আম্রিক সিং ও ৪৮ বছর বয়সী রঞ্জিত সিং তাদের দোকানেই গোলার আঘাতে মারা যান। 

নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছোড়া গোলার আঘাতে কাজী মহল্লায় নিজ বাড়ির প্রাঙ্গণে বসে থাকা সাত বছর বয়সী মরিয়ম খাতুন নিহত হন, গুলির স্প্লিন্টারে তার বোন ইরাম নাজ (১০) আহত হন।

পাকিস্তান সেনাবাহিনীর গুলির আঘাতে নিহত আরেক শিশুর নাম বিহান ভার্গব (১৩)। সে ডুঙ্গুস গ্রামের বাসিন্দা।
মেন্ধারের মানকোট এলাকায় বলবিন্দর কৌর (৩৫) নিহত হন এবং তার মেয়ে রবীন্দর কৌর (১২) আহত হন।

পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত অন্যদের মধ্যে রয়েছেন অমরজিৎ সিং (৪৭), মোহাম্মদ আকরাম (৪০) এবং কাজী মোহাম্মদ ইকবাল। তারা সবাই পুঞ্চের বাসিন্দা।

ভারতের উত্তর কমান্ডের জনসংযোগ কর্মকর্তা (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারাতওয়াল বলেন, “৬-৭ মে রাতে, পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত পোস্ট থেকে কামানের গোলা নিক্ষেপসহ নির্বিচারে গুলি চালায়।”

ইন্ডিয়া এক্সপ্রেস বলছে, রাজৌরির লাম, মাঞ্জাকোট এবং গম্ভীর ব্রাহ্মণা ছাড়াও পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোটে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে কাশ্মীর কর্তৃপক্ষ পাঁচটি সীমান্ত জেলা- জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ- এর স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া জম্মু, শ্রীনগর এবং লেহ সহ সীমান্তের কাছাকাছি শহরগুলোর বিমানবন্দর কার্যক্রম স্থগিত করেছে।

গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি নরিন্দর সিংয়ের জানান, তারা কয়েক দশক ধরে এমন গোলাবর্ষণ দেখেননি। 

তিনি বলেন, “১৯৭১ সালের যুদ্ধের পর প্রথমবারের মতো এত তীব্র এবং অবিরাম গোলাবর্ষণ চালানো হয়েছে। তারা (পাকিস্তান সেনাবাহিনী) পুরো শহরকে লক্ষ্য করে.

..এমনকি গভীরেও গোলাবর্ষণ করেছে। গতকাল রাত দেড় টার দিকে এটি শুরু হয়েছিল এবং পরবর্তীতে আরো তীব্র হয়।”

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে ৫টি ভুল করা যাবে না

প্রথমবার আয়কর রিটার্ন দেওয়ার সময়ে একটু সাবধান হতে হবে। অনেকেই প্রথমবার রিটার্ন দেওয়ার সময় সঠিকভাবে দেন না এবং কৌশলী হন না। এ জন্য পরে বিপাকে পড়েন তাঁরা।

প্রথমবার রিটার্ন দেওয়ার সময়ে অনেকে ভুল করেন। তাঁদের অনেকের কাছেই অজানা যে প্রথম আয়কর রিটার্নে ঠিক কী কী দেখাতে হয়? প্রথমবার ভুল আয়কর রিটার্ন জমা দিয়ে বড় জরিমানার শিকার হন অনেক করদাতা।

মনে রাখবেন, এ বছর আপনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আয়–ব্যয়ের বিবরণী দেবেন।

এবার দেখা যাক, প্রথম রিটার্ন দেওয়ার সময় যে পাঁচটি ভুল করা যাবে না।

১. নগদ টাকা

আপনার হাতে যত নগদ টাকা থাকুক না কেন, এর পুরোটাই দেখিয়ে দেবেন। অনেকে মনে করেন, নগদ টাকা বেশি দেখালে ঝামেলায় পড়তে পারেন। কিন্তু এই ভাবনা ঠিক নয়। আপনার আয় যদি বৈধ হয়, তাহলে দেখালে কোনো ভয় নেই। আয়কর ফরমে ‘ক্যাশ ইন হ্যান্ড’ ঘরে নগদ টাকা দেখিয়ে দেবেন।

২. সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, শেয়ার

এত দিন আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছিল না কিংবা রিটার্নও দেননি। কিন্তু কয়েক বছর ধরে আপনি সঞ্চয়পত্র, ডিপিএস, স্থায়ী আমানত (এফডিআর), শেয়ার ইত্যাদিতে বিনিয়োগ করেছেন। এবার প্রথম রিটার্ন দিতে যাচ্ছেন, তাহলে রিটার্নে অবশ্য এসব সম্পদ দেখাবেন। এগুলো রিটার্ন ফরমে আর্থিক পণ্য খাতে দেখাতে হবে।

৩. জমি–ফ্ল্যাট

আপনার নিজের নামে যদি জমি, ফ্ল্যাটসহ স্থাবর সম্পত্তি থাকে, তাহলে এনবিআরকে জানিয়ে দেবেন। এমনকি উত্তরাধিকার সূত্রে কিংবা উপহার বা দান সূত্রে পেলেও তা রিটার্নে উল্লেখ করে দেবেন। এখানে মনে রাখা দরকার, যদি আপনার সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হয়, তাহলে রিটার্নে আলাদাভাবে সম্পদের বিবরণী দিতে হবে। সম্পদের বিবরণী দেওয়ার জন্য আইটি ১০বি ফরম ব্যবহার করতে হবে।

৪. গাড়ি

আপনার নামে কোনো গাড়ি, মোটরবাইক অথবা এ ধরনের সম্পদ থাকে, তাহলে তা অবশ্যই আয়কর নথিতে দেখাতে হবে। কারণ, গাড়ির জন্য প্রতিবছর আপনি অগ্রিম আয়কর দেন, যা বছর শেষে রিটার্ন জমা দিয়ে যখন কর দেবেন, তখন তা সমন্বয় করতে পারবেন। গাড়ি দেখিয়ে দেওয়া লাভও বটে।

৫. স্বর্ণালংকার

প্রথমবার রিটার্ন দেওয়ার সময় নারী–পুরুষ করদাতা নির্বিশেষে স্বর্ণালংকারসহ দামি গয়না দেখিয়ে দেবেন। এমনকি উপহার পেলেও তা দেখাবেন। অনেক নারী করদাতার সোনার গয়নার পাশাপাশি ডায়মন্ডসহ দামি পাথরের গয়না থাকে। প্রথমবার রিটার্ন দেওয়ার সময় এসব দামি গয়না দেখাতে ভুলে যাবেন না।

মনে রাখতে হবে

আপনি প্রথমবার আয়কর রিটার্নে নগদ টাকার পাশাপাশি যত সম্পদ দেখাবেন, এসব সম্পদ অর্জনের ব্যাখ্যা যেন থাকে। আয়ের উৎসের ব্যাখ্যাও দিতে হবে। এসব সম্পদের সপক্ষে যথাযথ প্রমাণ সংরক্ষণ করবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
  • মাধ্যমিক পেরোনো কড়া সম্প্রদায়ের প্রথম নারী গীতা, উচ্চমাধ্যমিকে পাশে দাঁড়াল প্রশাসন
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
  • মার্কিন ‘আগ্রাসনের’ হুমকি, জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত ভেনেজু
  • প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে ৫টি ভুল করা যাবে না