লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশকালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজী, লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র প্রদান শেষে লেবাননের রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূত, লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন। লেবাননের রাষ্ট্রপতি লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সব প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ-উত্তর দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে এবং দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ সরকার লেবানন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নাটোরের বাজারে ১৫ মে আসছে আম ও লিচু

এবার ১৫ মে থেকে নাটোরের বাজারে উঠবে মৌসুমের প্রথম পাকা আম ও লিচু। ওই দিন বাজারে আসবে গুটি আম ও মোজাফফর জাতের লিচু। এরপর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রাণীপছন্দ্, খিরসাপাত বা হিমসাগর, ২ জুন লখনা, ২০ জুন হাড়িভাঙ্গা, ৩০ জুন আম্রপালি, ১৫ জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা ও ২৫ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে। 

আজ বৃহস্পতিবার নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিসভায় আম ও লিচু বাজারজাত করার বিষয়টি জানানো হয়। এদিন বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা প্রশাসক মিজ আসমা শাহীনের সভাপতিত্বে সভায় জানানো হয়, জেলায় ১৫ মে থেকে গুটি আম ও লিচু আহরণ করা যাবে। এর পরে ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণীপছন্দ ও খিরসাপাত আম, ২ জুন, লক্ষণভোগ, ১২ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন মোহনভোগ, ২৫ জুন ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা ও ১০ আগস্ট গৌরমতি আম আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষি, বাগান মালিকসহ আড়তদার ও ব্যবসায়ীরা। এছাড়াও সভায় ১৫ থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময় নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, অসময়ে সংগ্রহ বন্ধ ও কেমিক্যালমুক্ত নিরাপদ ফল নিশ্চিতে নাটোরে গাছ থেকে আম ও লিচু সংগ্রহের সময় নির্ধারণ করা হলো। অপরিপক্ব আম নামানো, রাসায়নিক দিয়ে পাকানো আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিবুর রহমানসহ বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, আম ও লিচু বাগান মালিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৫ হাজার ৬৯৪ হেক্টর আমবাগান থেকে ৭২ হাজার ৮৬ মেট্রিকটন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬৫০৮ মেট্রিক টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নাটোরের বাজারে ১৫ মে আসছে আম ও লিচু
  • ডিজিটাল পরিচয়পত্র পাচ্ছেন সুন্দরবনের বনজীবীরা, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই আসবে খুদে বার্তা
  • সঞ্চয়পত্র কেনায় রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা থাকছে না
  • সীমান্তে পরিচয়পত্রহীন ৯৬ জনকে পুশইন
  • পূর্ব লন্ডনে বিশ্ব শ্রমিক দিবস পালিত
  • সম্মেলনে ৪৪ জেলার চাষি ও উদ্যোক্তা
  • সমাবর্তন ঘিরে চবিতে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ
  • সেবার বিকেন্দ্রীকরণ, ব্যবস্থাপত্র নিরীক্ষা ও জবাবদিহি নিশ্চিতকরণের সুপারিশ
  • সংস্কার হোক িশল্প খাতেও