এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টায় গ্রেপ্তার পাঁচজনের স্বীকারোক্তি
Published: 9th, May 2025 GMT
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করলে দোষ স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন। শ্রীনগর আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো.
পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে পরিহিত পোশাক ও তিনটি ছেন দা উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত জানিয়ে বুধবার বিকেলে পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মুহাম্মদ শামসূল আলম সরকার। তিনি বলেন, ৫ মে রাতে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের রবিউল আলমের প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েন।
এ সময় রবিউল নিজের গাড়িতে তাঁকে চিকিৎসার জন্য চারজনসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় রাস্তার ওপর কিছু ছনের আঁটি দিয়ে তৈরি করা ব্যারিকেড পান। গাড়ি থামাতেই পাশ থেকে দেশীয় ধারালো অস্ত্র (ছেন দা) নিয়ে ছয়জন আক্রমণ করতে ছুটে আসে।
চালক বুঝতে পেরে পেছনে যাওয়া শুরু করলে ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গাড়ির দিকে ধাওয়া করে। ধরতে ব্যর্থ হলে অস্ত্র ছুড়ে মারে তারা। এ ঘটনার ভিডিও ক্যামেরায় রেকর্ড হলে পরে গণমাধ্যমে প্রচার হয়। পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ ঘটনাটি জানার পর ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা পাঁচজনকে গ্রেপ্তার ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
এক লাফে ৮ ফুট পার হতে পারে বিড়ালটি
হঠাৎ করে বিড়ালকে উড়তে দেখলে নিশ্চয়ই আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। হয়তো চোখ কচলে আবার দেখার চেষ্টা করবেন যে যা দেখেছেন, তা ঠিক দেখছেন কি না। অস্কার নামের বিড়ালটি অবশ্য উড়তে পারে না, বরং সেটি এক লাফে অনেকটা দূর যেতে পারে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের বাসিন্দা থিওডর শিয়েলস। অস্কার তাঁর পোষা বিড়াল। অস্কারের বয়স ৭ বছর। সম্প্রতি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম লিখিয়েছে।
অল্প বয়স থেকেই অস্কারকে নানা রকম কৌশল শেখানো শুরু করেছিলেন শিয়েলস। শুরু হয় বসতে পারা, কোনো কিছু পাওয়ার জন্য হাত পাতার মতো করে অনুরোধ করা ও ছুড়ে দেওয়া খেলনা নিয়ে আসার মতো কৌশল দিয়ে। দুই বছর বয়স থেকে সেটি দীর্ঘ লাফ দেওয়া শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে জানান শিয়েলস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে শিয়েলস বলেন, শুরুতে অস্কার মাত্র কয়েক ইঞ্চি লাফ দিতে পারত। দ্রুত তার লাফ কয়েক ফুটে গিয়ে পৌঁছায় এবং এরপর এটি হুপের ভেতর দিয়ে লাফাতে শুরু করে।
শিয়েলস বলেন, নিজের পোষা প্রাণীর এসব কাণ্ড দেখতে তাঁর খুবই ভালো লাগত, খুব আদুরে মনে হতো। কিন্তু তখনো তাঁর মাথায় বিশ্ব রেকর্ড গড়া নিয়ে সামান্যতম চিন্তাভাবনা ছিল না।
তবে রেকর্ড গড়ার প্রচেষ্টা হিসেবে শিয়েলস তাঁর পোষা বিড়ালকে দুই বছর প্রশিক্ষণ দিয়েছেন। বিড়ালটিও অনেক পরিশ্রম করেছে। নিজেকে প্রস্তুত করার পথে অস্কার এক হাজারের বেশি লাফ দিয়েছে।
শিয়েলস বলেন, ‘যখন অস্কার প্রায় পাঁচ ফুট পর্যন্ত লাফাতে শুরু করল, তখনই আমরা প্রথমবার দেখতে শুরু করি যে এ বিষয়ে আসলেই কোনো বিশ্ব রেকর্ড আছে কি না। খুঁজে আমরা যেটা দেখতে পাই, সেটি ছিল ২ দশমিক ৩ মিটার। অর্থাৎ প্রায় ৭ ফুট ৫ ইঞ্চি। প্রথমেই আমাদের মনে হয়েছিল যে এই রেকর্ড ভাঙা অসম্ভব।’ কিন্তু অস্কার লাফিয়ে আকাশে ভাসতে ভালোবাসে। পোষা প্রাণীর এই খুশির দাম দিতে শিয়েলস রেকর্ড ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমরা ঠিক করলাম, আচ্ছা, চেষ্টা করে দেখাই যাক! ’
দুই বছরের বেশি সময় ধরে শিয়েলস ও অস্কার কঠোর অনুশীলন চালায়। একটু একটু করে অস্কারের লাফের দূরত্ব বাড়তে থাকে। অবশেষে তাদের স্বপ্নের সেই দিন আসে। গত ২৬ ফেব্রুয়ারি অস্কার এক লাফে ৮ ফুট ৫ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে।